Dev-Raghu Dakat: বাংলার সবচেয়ে বড় কার্নিভাল! দুর্গাপুজোর আগেই মুক্তি পেল 'রঘু ডাকাত'-এর দ্বিতীয় গান, রইল বেঙ্গল ট্যুরের ঝলক
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Dev-Raghu Dakat: দুর্গাপুজোর আগেই বড় চমক ৷ খাদানের মতোই বেঙ্গল ট্যুরের মাধ্যমে 'রঘু ডাকাত' ছবির প্রচার যে হবে, তা তো আগেই বলে রেখেছিলেন অভিনেতা৷ যেমন বলা তেমনই কাজ৷ সেই মতোই শুরু হয়ে গেল ছবির প্রচার৷
advertisement
1/7

দুর্গাপুজোর আগেই বড় চমক ৷ খাদানের মতোই বেঙ্গল ট্যুরের মাধ্যমে 'রঘু ডাকাত' ছবির প্রচার যে হবে, তা তো আগেই বলে রেখেছিলেন অভিনেতা৷ যেমন বলা তেমনই কাজ৷ সেই মতোই শুরু হয়ে গেল ছবির প্রচার৷
advertisement
2/7

উৎসবের আমেজ এক নতুন উচ্চতায় পৌঁছে গেল যখন মেগাস্টার দেব, সহ-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার এবং ঈধিকা পাল এবং দূরদর্শী পরিচালক ধ্রুব ব্যানার্জী সকলেই একমঞ্চে৷ মুক্তি পেল রঘু ডাকাত-এর দ্বিতীয় গান 'ঝিলমিল লাগে রে'৷
advertisement
3/7
এই অনুষ্ঠানে তারকাদের দেখতে বিপুল জনসমাগম হয়েছিল৷ লাইভ সঙ্গীত পরিবেশনা এবং অভিনেতা-অভিনেত্রীরা পুরো অনুষ্ঠানটিকে বাংলার সবচেয়ে বড় কার্নিভাল উদযাপনে পরিণত করেছিলেন।
advertisement
4/7
ক্রাবির অদ্ভুত বনে এই গানটি শ্যুটিং হয়েছে৷ মেগাস্টার দেব এবং ইধিকার মধ্যে প্রেমের এক প্রাণবন্ত প্রতিকৃতি তুলে ধরেছে, যা লোককাহিনী এবং কল্পনায় ভরা শ্বাসরুদ্ধকর দৃশ্যের বিপরীতে স্থাপন করা হয়েছে, যা রঘু ডাকাতকে এই উৎসবের মরশুমের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রে পরিণত করে জাদুর ঝলক প্রদান করে।
advertisement
5/7
নিলয়ন চ্যাটার্জির মনোমুগ্ধকর সঙ্গীত, প্রসেনের মর্মস্পর্শী কথা এবং ঈশান মিত্র ও শুচিস্মিতা চক্রবর্তীর শক্তিশালী কণ্ঠের মাধ্যমে, 'ঝিলমিল লাগে রে' ছবির এই গানের উৎসবের মরশুমে বাংলাকে গ্রাস করবে।
advertisement
6/7
বেঙ্গল ট্যুরের মাধ্যমে শুরু হয়ে গেল রঘু ডাকাত ছবির প্রমোশন। বিভিন্ন শহরে ঘুরে চলছে ছবির বিরাট প্রচার।
advertisement
7/7
প্রতিটি শহরেই রীতিমতো জনজোয়ার, প্রিয় তারকাদের দেখতে উপচে পড়ছে ভিড়।