Mohammad Iqbal: মডেলিং ছেড়ে এ বার বড় পর্দায় পা মোহাম্মদ ইকবালের, দেখুন 'নাম'-এর নায়কের ছবি
- Published by:Teesta Barman
Last Updated:
ফ্যাশন শো থেকে বিভিন্ন প্রোডাক্টের মুখ হিসেবে পরিচিত তিনি। কিন্তু এতদিন গ্লাম্যারইন্ডাস্ট্রিতে থাকা সত্ত্বেও অভিনয় জগতে পা রাখার সাহস হয়ে ওঠেনি তাঁর।
advertisement
1/6

মার্জার সরণি থেকে এবার ট লিউডের লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় পা রাখলেন বাংলার সুপার মডেল মোহাম্মদ ইকবাল।
advertisement
2/6
এক দশকেরও বেশি সময় ধরে কলকাতা ও সর্বভারতীয় রাম্পে সুপার মডেল হিসেবে নিজের পায়ের মাটি শক্ত করেছেন মোহাম্মদ ইকবাল। এবার 'নাম' ছবি দিয়ে টলিউডের পা রাখতে চলেছেন জনপ্রিয় এই মডেল।
advertisement
3/6
ফ্যাশন শো থেকে বিভিন্ন প্রোডাক্টের মুখ হিসেবে পরিচিত তিনি। কিন্তু এতদিন গ্লাম্যারইন্ডাস্ট্রিতে থাকা সত্ত্বেও অভিনয় জগতে পা রাখার সাহস হয়ে ওঠেনি তাঁর।
advertisement
4/6
এ বার ইকবালকে অভয় দিয়েছেন পরিচালক দেব-দেবু। তাঁদের হাত ধরেই টলিউডের পদার্পণ করতে চলেছেন ইকবাল।
advertisement
5/6
তাঁর কথায়, "আমি যে হেতু কলকাতার ছেলে, তাই বলিউডের অফার আসা সত্ত্বেও বাংলা ছবির মধ্যে দিয়েই আমার অ্যাক্টিং কেরিয়ার শুরু করতে চাইছিলাম।''
advertisement
6/6
আর 'নাম' সেই সুযোগটা এনে দিল ইকবালকে। আর কিছুদিনের মধ্যেই শুটিং শুরু হতে চলেছে 'নাম'-এর । তাই প্রথম ছবি নিয়ে চিন্তা ও উত্তেজনা দুটোই রয়েছে মডেলের মাথায়।