Sunny Leone: জিসম ২ দিয়ে বলিউডে প্রবেশ! ১৮ বছরে বুঝেছিলেন তিনি উভকামী... সানি লিওনের অজানা সত্যি
- Published by:Rachana Majumder
Last Updated:
‘জ্যাকপট’, ‘রাগিণী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’ এবং ‘মস্তিজাদে’-র মতো ছবিতে অভিনয় করেন সানি লিওন৷ আজ ৪২-এ পা রাখলেন অভিনেত্রী...
advertisement
1/6

সানির আসল নাম কর্ণজিৎ কৌর। ২০১২ সালে পূজা ভট্টের থ্রিলার ‘জিসম ২’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি।
advertisement
2/6
পরে ‘জ্যাকপট’, ‘রাগিণী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’ এবং ‘মস্তিজাদে’-র মতো ছবিতে অভিনয় করেন
advertisement
3/6
এখন তিনি বলিউডে নামী তারকা। কখনও অভিনয়ে, কখনও বা নৃত্যে। কখনও আবার রিয়ালিটি শো সঞ্চালনা করে।
advertisement
4/6
২০১৭ সালে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। পরের বছরই সারোগেসির মাধ্যমে আরও দুই পুত্রসন্তানের জন্ম দেন সানি-ড্যানিয়েল। অ্যাশর ও নোয়া। তিন সন্তানের সঙ্গে প্রচুর সময় কাটান তারকা দম্পতি। তার প্রমাণ মেলে তাঁদের সোশ্যাল মিডিয়ার পেজে।
advertisement
5/6
সানি তিন সন্তানকে বড় করায় মগ্ন। তিনি মনে করেন, এই ভাবে সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে তাদের বড় হতে দেখার মতো আনন্দের কিছু হয় না।
advertisement
6/6
১৮ বছর বয়সে সানি বুঝতে পারেন তিনি উভকামী অর্থাৎ নারী ও পুরুষ, দুইয়ের প্রতিই তিনি আকৃষ্ট