TRENDING:

Guess the Celebrity: পকেটে মাত্র ১ টাকা, ভিড় বাসে উঠতেই...! নামী পরিচালকের মেয়ের করুণ পরিণতি, আজ কোটি টাকার মালকিন তিনি, বলুন তো কে ?

Last Updated:
Guess the Celebrity: চলচ্চিত্র জগতে তারকা সন্তানরা অভিনয়ে কেরিয়ার গড়ার আগেই লাইমলাইটে থাকেন। কিন্তু এক সময় এক টাকার জন্য বাসে তাড়াহুড়ো করতেন এই নামকরা পরিচালকের মেয়ে।
advertisement
1/8
পকেটে মাত্র ১ টাকা, ভিড় বাসে উঠতেই! নামী পরিচালকের মেয়ের করুণ পরিণতি, কে তিনি?
চলচ্চিত্র জগতে তারকা সন্তানরা অভিনয়ে কেরিয়ার গড়ার আগেই লাইমলাইটে থাকেন। ফিল্মি ব্যাকগ্রাউন্ড থাকলে তাঁদের নিয়ে সর্বদাই চর্চা চলে৷ তাঁর ফ্যাশন সেন্স এবং তাঁর জীবনযাত্রা আজও শিরোনামে । কিন্তু এক সময় এক টাকার জন্য বাসে তাড়াহুড়ো করতেন এই নামকরা পরিচালকের মেয়ে।
advertisement
2/8
নামকরা পরিচালকের মেয়ে বলিউডের প্রতিভাবান অভিনেত্রী৷ যিনি তাঁর সংগ্রামের কঠিন দিনগুলোর কথা একাধিক সাক্ষাৎকারে বলেছেন৷ নামী চলচ্চিত্র নির্মাতার মেয়ে হয়েও বলিউডে কেরিয়ার গড়তে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছিল৷ গোবিন্দা, সানি দেওল এবং অক্ষয় কুমারের সঙ্গে তাঁর জুটি সুপারহিট৷
advertisement
3/8
নব্বইয়ের দশকের সেই প্রতিভাবান অভিনেত্রী আর কেউ নন, তিনি হলে রবিনা ট‍্যান্ডন। নামটা শুনে অনেকেই চমকে গেলেও এটাই কিন্তু সত্যি। 'পাটনা শুক্লা' ছবির প্রচারের সময় রবিনা ট‍্যান্ডন নিজেই একথা জানিয়েছেন।
advertisement
4/8
নব্বইয়ের দশকের বিখ্যাত অভিনেত্রী রবিনা ট‍্যান্ডন তার নতুন ছবি 'পাটনা শুক্লা'-এর জন্য শিরোনামে রয়েছেন। এদিকে, তার সংগ্রামের দিনগুলির কথা বলতে গিয়ে,রবিনা প্রকাশ করেছিলেন যে সেই সময়ে অভিনয়ে কেরিয়ার গড়তে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছিল।
advertisement
5/8
রবিনা একটি সাক্ষাৎকারে নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে বলেন, তাঁর বাবা সত্তর থেকে আশির দশকে একজন বিখ্যাত পরিচালক-প্রযোজক ছিলেন৷ তারপরও তাকে কঠিন সংগ্রাম করতে হয়েছিল৷
advertisement
6/8
অভিনেত্রী বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে তাঁর কোনও গডফাদার নেই এবং তাঁকে নিজের পথ তৈরি করতে হবে। তিনি বেশিরভাগ সময়েই বাসে যাতায়াত করতেন। তাকে ভাড়া হিসেবে দেওয়া হতো মাত্র এক টাকা।
advertisement
7/8
রবিনা আরও বলেন, সংগ্রামের সময় তিনি দেখেছেন অর্থ উপার্জনের জন্য কতটা কঠোর পরিশ্রম করতে হয়। ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেওয়া রবিনা আজ শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম।
advertisement
8/8
তিনি তাঁর কেরিয়ারে অনেক হিট এবং ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। বিশেষ করে, গোবিন্দা ও সানি দেওলের সঙ্গে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন৷ অক্ষয় কুমারের সঙ্গে তাঁর টিপ-টিপ বরসা পানি গানটি আজও সুপারহিট৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Guess the Celebrity: পকেটে মাত্র ১ টাকা, ভিড় বাসে উঠতেই...! নামী পরিচালকের মেয়ের করুণ পরিণতি, আজ কোটি টাকার মালকিন তিনি, বলুন তো কে ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল