TRENDING:

Sunidhi Chauhan Love Story: সুনিধি চৌহানের প্রেম জীবন এত কষ্টের? ববিকে বিয়ে 'চরম ভুল', নাম জড়ায় সোনুর সঙ্গেও! এসব জানলে কান্না পাবে!

Last Updated:
Sunidhi Chauhan Love Story: বলিউডের অন্যতম সুপারহিট তারকা গায়িকা সুনিধি চৌহান। দাপটের সঙ্গে রাজত্ব করেছেন দিনের পর দিন। সেই গায়িকার প্রেমজীবন শুনলে গায়ে কাঁটা দেবে।
advertisement
1/12
সুনিধির প্রেম জীবন এত কষ্টের? ববিকে বিয়ে 'চরম ভুল', নাম জড়ায় সোনুর সঙ্গেও! জানলে চমকাবেন
বলিউডের অন্যতম সুপারহিট তারকা গায়িকা সুনিধি চৌহান। দাপটের সঙ্গে রাজত্ব করেছেন দিনের পর দিন। বর্তমানে অবশ্য অনেকটাই কম দেখা যায় সুনিধিকে। সেই গায়িকার প্রেমজীবন শুনলে গায়ে কাঁটা দেবে।
advertisement
2/12
সুনিধি চৌহানের লাইভ ইন অ্যাকশনের জাদু অনুভব করার সুযোগ এখন মেলে তাঁর লাইভ শোগুলিতে।
advertisement
3/12
"ধুম মাচা লে", "দেশি গার্ল", "কামলি", "পাগল কিয়া রে" এবং "শীলা কি জাওয়ানি" সহ তাঁর কিছু জনপ্রিয় গান গাইবেন সুনিধি।
advertisement
4/12
পেশাগত দিকে একাধিক সাফল্য থাকলেও সুনিধির ব্যক্তিজীবন মোটেই খুব মসৃণ নয়। এক সময়ে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে গায়িকাকে। ২০০২ সালে মাত্র ১৮ বছরে কোরিওগ্রাফার ববি খানকে ভালবেসে বিয়ে করেন সুনিধি। বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার আহমেদ খানের ভাই ববি।
advertisement
5/12
বলিউডে কান পাতলে শোনা যায়, 'পহেলা নশা' নামে একটি মিউজিক ভিডিওয় কাজ করতে গিয়ে দু'জনের দেখা। সেই সাক্ষাৎ থেকেই প্রেম। এর পরেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। সবার অগোচরে চুপিচুপি বিয়ে করে সুনিধি এবং ববি।
advertisement
6/12
সুনিধির সঙ্গে ববির সম্পর্ক মেনে নিতে পারেননি গায়িকার মা-বাবা। কারণ ববিকে তাঁদের সুনিধির 'যোগ্য' বলে মনে হয়নি। এর ফলে সুনিধির সঙ্গে তাঁর মা-বাবার দূরত্ব তৈরি হয়। কিন্তু ববির সঙ্গেও তাঁর সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।
advertisement
7/12
ববিকে বিয়ে করলেও তাঁদের সংসার সুখের হয়নি। বলিপাড়া সূত্রে খবর, মতের অমিল হওয়ায় মাঝেমধ্যেই অশান্তি হত সুনিধি এবং ববির। তখনই তিনি বিচ্ছেদের মামলা করেন। বিয়ের এক বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সুনিধি এবং ববি। শেষের দিকে ববির সঙ্গে এক ছাদের তলায় থাকতেনও না গায়িকা। বলিপাড়া সূত্রে খবর, সে সময় বলি অভিনেতা অনু কপূর এবং তাঁর স্ত্রী অরুণিতা মুখোপাধ্যায়ের সঙ্গে থাকতেন সুনিধি।
advertisement
8/12
২০০৩ সালে ববির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সুনিধির। প্রথম বিয়েকে নিজের জীবনের ‘বড় ভুল’ হিসাবে দেখেন গায়িকা। এক পুরনো সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন সুনিধি। সুনিধি বলেন, ‘‘আমি জীবনে অনেক ভুল করেছি। কিন্তু আমি সেই ভুলগুলির প্রতি কৃতজ্ঞ। এত কম বয়সে আমার উপর এত ঝড় বয়ে গিয়েছে সেই জন্য কিন্তু ভগবানকে আমি প্রতি মুহূর্তে ধন্যবাদ জানাই।’’
advertisement
9/12
সুনিধির দাবি, জীবনে ভুল করেছেন বলেই তিনি বর্তমানে সফল হতে পেরেছেন। গায়িকা বলেন, ‘‘আমি যখন জীবনের অন্ধকার অধ্যায় কাটাচ্ছিলাম তখন সে বিষয়ে অবগত ছিলাম। আমি জানতাম যে আমি ভুল জায়গায় রয়েছি। কিন্তু তার পাশাপাশি এ-ও জানতাম যে এমন অবস্থায় বেশি দিন থাকব না আমি। ঠিক বেরিয়ে আসব। সেই ভরসাটা ছিল।’’
advertisement
10/12
২০০৫ সালে সোনু নিগমের বিবাহিত জীবনে সমস্যা দেখা দিয়ছিল। যার অন্যতম কারণ ছিল সোনুর বিবাহ বহির্ভূত সম্পর্ক। শোনা যায়, গায়িকা সুনিধি চৌহানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সোনু। যে কারণে সোনুর বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয়। যদিও এ নিয়ে কোনও প্রমাণ কখনওই প্রকাশ্যে আসেনি।
advertisement
11/12
ববির সঙ্গে বিচ্ছেদের পর সঙ্গীতনির্মাতা হিতেশ সোনিকের সঙ্গে সম্পর্কে জড়ান সুনিধি। হিতেশের সঙ্গে বহু বছর ধরেই বন্ধুত্ব ছিল সুনিধির। সেই বন্ধুত্বই প্রেমে পরিণত হয়। এর পর ফের প্রেম আসে সুনিধির জীবনে। সঙ্গীত পরিচালক হিতেশ সোনিকের প্রেমে পড়েন তিনি। সুনিধি যখন 'মেরি আওয়াজ শুনো' জিতেছিলেন, তখন থেকেই হিতেশের সঙ্গে তাঁর বন্ধুত্ব। দু'বছর সম্পর্কে থাকার পর হিতেশকে বিয়ে করেন সুনিধি।
advertisement
12/12
দু’বছরের বেশি সময় ধরে সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন হিতেশ এবং সুনিধি। ২০১২ সালের ২৪ এপ্রিল গোয়ায় সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। ২০১৮ সালে পুত্রসন্তানের জন্ম দেন সুনিধি। আপাতত স্বামী এবং ছেলে তেঘকে নিয়ে সাজানো সংসার তাঁর।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sunidhi Chauhan Love Story: সুনিধি চৌহানের প্রেম জীবন এত কষ্টের? ববিকে বিয়ে 'চরম ভুল', নাম জড়ায় সোনুর সঙ্গেও! এসব জানলে কান্না পাবে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল