প্রকাশ্য দিবালোকে দক্ষিণ মুম্বইয়ের রাজপথে যা ঘটল সুমনা চক্রবর্তীর সঙ্গে... জানলে শিরদাঁড়া দিয়ে নামবে হিমশীতল স্রোত ! পোস্টে সবটা লিখলেন অভিনেত্রী
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Sumona Chakravarti Painful Post: লম্বা একটি পোস্ট লিখে অভিনেত্রী জানান যে, গত রবিবার অর্থাৎ ৩১ অগাস্ট দক্ষিণ মুম্বইয়ে প্রকাশ্য দিবালোকে তাঁর গাড়ির উপর হামলা চালানো হয়েছে।
advertisement
1/6

সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে একটি পোস্ট ভাগ করে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমনা চক্রবর্তী। যা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা। লম্বা একটি পোস্ট লিখে অভিনেত্রী জানান যে, গত রবিবার অর্থাৎ ৩১ অগাস্ট দক্ষিণ মুম্বইয়ে প্রকাশ্য দিবালোকে তাঁর গাড়ির উপর হামলা চালানো হয়েছে। আর এই হামলার পিছনে রয়েছে মনোজ জারাঙ্গে পাটিলের নেতৃত্বাধীন মরাঠা সংরক্ষণ আন্দোলনকারীরা। আসলে প্রতিবাদ-বিক্ষোভের মাঝখানে পড়ে গিয়েছিল সুমনা চক্রবর্তীর গাড়ি। কিন্তু তারপর... যা যা হয়েছে, সবটাই পুঙ্খানুপুঙ্খ ভাবে তিনি তুলে ধরেছেন নিজের পোস্টে। (Photo: Instagram)
advertisement
2/6
নিজের ইনস্টাগ্রামে সুমনা চক্রবর্তী লিখেছেন যে, “আজ দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ আমি কোলাবা থেকে ফোর্ট যাচ্ছিলাম। আচমকা এগিয়ে এসে আমার গাড়ি থামায় বিক্ষোভকারীরা। এর মধ্যে একটি কমলা রঙের ওড়না গায়ে দিয়ে এক ব্যক্তি এগিয়ে এসে হাসতে হাসতে আমার গাড়ির বনেটে সজোরে আঘাত করতে শুরু করে। আমার গাড়ি যাতে এগোতে না পারে, তার জন্য নিজের পেট দিয়ে আমার গাড়িকে ঠেলতে শুরু করে। আর ওর সঙ্গে থাকা অন্যান্যরাও আমার গাড়ির জানলায় সজোরে ধাক্কা দিতে শুরু করে। আর হাসতে হাসতে জোরে চেঁচিয়ে স্লোগান দিচ্ছিল, ‘জয় মহারাষ্ট্র’। আমরা গাড়িটিকে একটু এগিয়ে নিয়ে যেতেই, আবার একই জিনিসের পুনরাবৃত্তি শুরু করে ওরা। মাত্র ৫ মিনিটের ব্যবধানে এটা ২ বার মতো ঘটেছিল। অথচ পুলিশ বসে বসে সবটা দেখছিল।”
advertisement
3/6
অভিনেত্রী আরও লিখেছেন যে, “আমার গাড়িতে শুধু আমিই ছিলাম। প্রকাশ্য দিবালোকে আর সাউথ বম্বেতে - আমি নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। আর রাস্তা? গোটা রাস্তাটাই কলার খোসা, প্লাস্টিকের বোতল, নোংরা-আবর্জনার স্তূপে ভরা ছিল। এমনকী ফুটপাথ জুড়েও ছিল আবর্জনার স্তূপ।বিক্ষোভকারীরা রাস্তার উপরেই খাওয়াদাওয়া, স্নান, রান্নাবান্না, এমনকী মল-মূত্র পর্যন্ত ত্যাগ করছিল। শুধু তা-ই নয়, প্রতিবাদের নামে মুম্বই দর্শন করছিল তারা। সেই সঙ্গে ভিডিও কল করে রিলস বানানোর মতো কাজও করছিল।”
advertisement
4/6
পোস্টটিতে সুমনা আরও লিখেছেন যে, “আমি সারা জীবন মুম্বইয়ে বসবাস করেছি। কিন্তু আগে কখনওই এমন নিরাপত্তাহীনতায় ভুগিনি। বিশেষ করে দক্ষিণ মুম্বইয়ে তো বটেই! এই প্রথমবারের জন্য আমি সত্যিই নিরাপত্তাহীনতায় ভুগছি। আসলে আজ প্রথমবারের জন্য প্রকাশ্য দিবালোকে নিজের গাড়ির নিরাপদ ঘেরাটোপে বসেও আমি নিরাপদ বোধ করছিলাম না। তবে হঠাৎ মনে হয়েছিল যে, আমি খুবই ভাগ্যবতী যে, আমার সঙ্গে আমার এক বন্ধুও ছিলেন। কিছুতেই ঘটনাটা ভুলতে পারছি না। আর এটাও খালি মনে হচ্ছে যে, আমি একা থাকলে কী হতে পারত?”
advertisement
5/6
এখানেই শেষ নয়, অভিনেত্রী বলে চলেন, “আমি ভিডিও রেকর্ড করতে গিয়েছিলাম। কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় যে, এটা ওদের আরও উস্কে দিতে পারে। তাই আমি সেটা আর করিনি। আর এটা ভেবেই ভয় লাগছে যে, আপনি কে কিংবা কোথায় থাকেন, সেটা বড় বিষয় নয়। আইন-শৃঙ্খলা যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে। এক মহিলা হিসেবে এবং এই শহরকে ভালবাসেন, এমন একজন হিসেবে আমি রীতিমতো ভেঙে পড়েছি। শাসনব্যবস্থা এবং নাগরিক দায়িত্ববোধের এই উপহাসের তুলনায় আমরা আরও ভাল কিছুর যোগ্য। আমাদের শহরে নিরাপদ বোধ করার অধিকার আমাদের আছে।”
advertisement
6/6
এই পোস্টটি শেয়ার করার সময়ে ক্যাপশনে সুমনা লিখেছেন, “এটা সেই ডিজিটাল ভারত নয়, যেটা নিয়ে ওরা কথা বলে। কারণ যখন জাতপাত, ধর্ম, রাজনীতি, দুর্নীতি, আমলাতন্ত্র, নিরক্ষরতা এবং বেকারত্ব প্রাধান্য পায়, তখন সেটাকে উন্নয়ন বলে না। এটা আসলে অবক্ষয়।” সব শেষে তিনি লিখেছেন, #MarathaKotaProtest।