TRENDING:

Suhana Khan Looks Uber Chic In Red Pantsuit | আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার অ্যাম্বাসাডর, লাল পোশাকে লাস্যময়ী শাহরুখ-কন্যা! লাইমলাইট কাড়ছেন সুহানা

Last Updated:
Suhana Khan Looks Uber Chic In Red Pantsuit | পিভি সিন্ধু, অনন্যা বিড়লা ও এক্ষা সুব্বার পাশাপাশি সংস্থার অ্যাম্বাসাডর হিসাবে জায়গা করে নিয়েছেন সুহানা।
advertisement
1/5
আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার অ্যাম্বাসাডর, লাল পোশাকে লাস্যময়ী শাহরুখ-কন্যা
লাইমলাইটে নজর কাড়ছেন সুহানা। অভিনয় জগতে প্রবেশ না করেও কীভাবে লাইমলাইটে থাকতে হয় তা বোধহয় সুহানার চেয়ে ভাল আর কেউ জানে না। নামী প্রসাধনী সংস্থা মেবলিনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন শাহরুখ কন্যা৷ বলিউডে এখনও পা রাখেননি সুহানা, তার আগেই মুকুটে জুড়ল নয়া পালক৷ নামী ব্র্যান্ডের মুখ হতেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
2/5
মেবলিনের ইভেন্টের দিন লাল রঙের একটি স্যুট পরেছিলেন সুহানা৷ লাল টকটকে বেল বটম প্যান্টের সঙ্গে লাল রঙের ক্রপটপ পরেছেন সুহানা৷ ইতিমধ্যেই সুহানার ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ শাহরুখ খানও নিজের টুইটারে মেয়ের ভিডিও শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
advertisement
3/5
সুহানার বরাবারই ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণ করতে চলেছে জোয়া আখতার। দ্য আর্চি -ছবিতেই দেখা যাবে শাহরুখ কন্যা সুহানাকে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন সুহানা । এবং ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করবে এই ছবি। এর আগেও বেশ কিছু শর্টফিল্মে কাজ করেছেন সুহানা।
advertisement
4/5
প্রসাধনী সংস্থার অ্যাম্বাসাডর হওয়ার পরে বুধবার প্রথম সংবাদমাধ্যমের সামনে আসেন সুহানা। সেখানেই প্রথমবার বক্তব্য রাখেন সুহানা। লাল পোশাকে মঞ্চে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাঁকে।
advertisement
5/5
পিভি সিন্ধু, অনন্যা বিড়লা ও এক্ষা সুব্বার পাশাপাশি সংস্থার অ্যাম্বাসাডর হিসাবে জায়গা করে নিয়েছেন সুহানা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Suhana Khan Looks Uber Chic In Red Pantsuit | আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার অ্যাম্বাসাডর, লাল পোশাকে লাস্যময়ী শাহরুখ-কন্যা! লাইমলাইট কাড়ছেন সুহানা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল