স্বামীর উদ্যোগে কালী পুজো নিয়ে বড্ড ব্যস্ত অভিনেত্রী সুদীপ্তা!খুঁটি পুজোয়ে শাশুড়ি স্মিতা বক্সিকে পাশে নিয়ে হাসি মুখে ছবি ছেলে-বৌমার
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ছয় পল্লী সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজাতে শ্যামা পুজোর সূচনায় শক্তির আরাধনার ৬৬ তম বর্ষ। বাস্তবের মাটিতে যে নারীরা শক্তির পরিচয় দিয়ে চলেছেন নিরন্তর। তাঁদের সম্মান জানিয়েই শ্যামা পুজোর সূচনা হল।
advertisement
1/5

খুঁটি পুজোয় প্রেম । তাই সুদীপ্তার জীবনে শ্বশুরবাড়ির পাড়ার কালী পুজো ভীষণ গুরুত্বপূর্ণ। প্রেম পরিণয়ের ৩ বছর পূর্ণ হল সুদীপ্তা-সৌম্যর। স্মিতা বক্সির ছেলের সঙ্গে বিয়ে হয়েছে খুবই পরিচিত মুখ সুদীপ্তার৷ ফলে শ্বশুরবাড়ির এই পুজো ঘিরে তিনি বড় ব্যস্ত৷
advertisement
2/5

স্মিতা বক্সি সৌম্য বক্সির পুজো ফাইভ স্টার ক্লাবের কালী পুজো। সূচনা হয় দুর্গা পুজোর আগেই। "এই নিয়ে তিন বছর পূর্ণ হল," তৃণমূল যুব নেতা সৌম্য লাজুক হাসি হাসেন।
advertisement
3/5
সুদীপ্তা বলেন," কালী পুজোর ব্যাপারে সৌম্য খুব সিরিয়াস। আগে থেকেই জানতাম দুর্গা পুজোর আগে কালী পুজো হয়। এবারে সৌম্য ভাল উদ্যোগ নিয়েছে । বাস্তবের মাটিতে লড়াই করছেন যে সব মহিলারা তাঁদের সম্মান জানিয়েছে।"
advertisement
4/5
ছয় পল্লী সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজাতে শ্যামা পুজোর সূচনায় শক্তির আরাধনার ৬৬ তম বর্ষ। বাস্তবের মাটিতে যে নারীরা শক্তির পরিচয় দিয়ে চলেছেন নিরন্তর। তাঁদের সম্মান জানিয়েই শ্যামা পুজোর সূচনা হল। এই নারীদের তালিকায় আছেন ,পুলিশ অফিসার,মহিলা ডোম, মহিলা পুরোহিত, মহিলা বাসচালকের এবং মৃৎশিল্পীদের মত বাস্তবের শক্তিরূপীনীরা।
advertisement
5/5
আয়োজক গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব। পুরোপুরি পাড়ার মেয়ের মতই ব্যস্ত দেখা গেল সুদীপ্তাকে। কখনও মঞ্চে কখনও অতিথিদের আপ্যায়ন, সৌম্যর পাশাপাশি হাতে হাতে সব কাজ সারলেন। ৬৬ বছরের পুজো।