Sudipta Banerjee Wedding: কপালে-নাকে সিঁদুর মাখা ছবি সুদীপ্তার, বিয়ে সেরে মাছের মুড়োয় মন দিলেন নবদম্পতি!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sudipta Banerjee Wedding: সোশ্যাল মিডিয়া ভরে উঠছে তারকা বিবাহ অভিযানের ছবি ও ভিডিও। বিয়ে সেরে বরের সঙ্গে ছবি পোস্ট ‘সোহাগজল’ ধারাবাহিকের ‘বেণী বৌদি’র।
advertisement
1/5

সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় ধুমধাম করে বিয়ে সারলেন তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে। পরনে লাল বেনারসি ও মানানসই সাবেকি সোনার গয়না পরে ঝলমলে কনে।
advertisement
2/5
বিয়ের মণ্ডপে বর এলেন হুডখোলা লাল গাড়ি করে। মালাবদল হল চারদিকে তুবড়ি জ্বালিয়ে। টেলি তারকার বিয়ের রাত একেবারে জমজমাট!
advertisement
3/5
সোশ্যাল মিডিয়া ভরে উঠছে তারকা বিবাহ অভিযানের ছবি ও ভিডিও। বিয়ে সেরে বরের সঙ্গে ছবি পোস্ট ‘সোহাগজল’ ধারাবাহিকের ‘বেণী বৌদি’র।
advertisement
4/5
সিঁদুরে রাঙানো মাথা, মাথায় শোলার মুকুট, কপালে চন্দন, হাতে শাখা-পলা ও আলতা রাঙানো পায়ে সুদীপ্তা। বিয়ের শেষে বরের সঙ্গে খাওয়া দাওয়া করলেন নায়িকা।
advertisement
5/5
সায়েন্স সিটির পিছনের গ্রাউন্ডে এলাহি আয়োজন করা হয়েছিল বিয়ের। বউভাত হবে নিকো পার্কে। ঘটা করে বিনোদন এবং রাজনীতির জগতের সমস্ত মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল।