Sudip Mukherjee Marriage: ‘চিরসখা হে ছেড়ো না’ আর হল কোথায়, ২৫ বছরের ছোট বউ সোশ্যাল মিডিয়ায় এ কী লিখলেন, তোলপাড় বাংলা সিরিয়াল মহল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Tollywood Gossip: সিরিয়ালের চিত্রনাট্যে নয়, বাস্তবে সুদীপের জীবনে ঝড়, দ্বিতীয় স্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন ডিভোর্সের কথা, মাথায় হাত
advertisement
1/7

Sudip Mukherjee Marriage: এই মুহূর্তে জনপ্রিয় এক সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়৷ তাঁর অনস্ক্রিন চরিত্র খুবই মননশীল যা মহিলা দর্শক মহলে নাড়া দিয়েছে৷ কিন্তু এরই মধ্যে তাঁর দ্বিতীয় স্ত্রী-র সোশ্যাল মিডিয়া পোস্টে চরম তোলপাড়৷ টলিউডের গসিপ মহলে আগেই থেকেই নাকি গুঞ্জন ছিল সবটা ইজ নট ওয়েল সুদীপ ও তাঁর নৃত্যশিল্পী স্ত্রী পৃথা চক্রবর্তীর মধ্যে৷
advertisement
2/7
ওড়িশি নৃত্যশিল্পী পৃথা ও সুদীপের বিয়ে বেশ কয়েক বছরের৷ সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আলাপের সূত্র ধরেই দুজনের বন্ধুত্ব, প্রেম এবং তার থেকে বিয়ে৷ এই অবস্থায় ৪ তারিখ নিজের ফেসবুক প্রোফাইলে এল পৃথার বার্তা৷
advertisement
3/7
পৃথা চক্রবর্তী নিজের সমাজমাধ্যমের প্রোফাইলে লিখেছেন ‘উই আর নো লঙ্গার টুগেদার, মি অ্যান্ড সুদীপ মুখার্জ্জী৷ উই আর নাউ অফিসিয়ালি ডিভোর্সড৷ উই উইল রিমেন ফ্রেন্ডস ফরএভার৷’ অর্থাৎ ‘আমরা আর একসঙ্গে নেই, আমি আর সুদীপ মুখোপাধ্যায়, আমরা এখন অফিসিয়ালি ডিভোর্সড, আমরা সব সময় বন্ধু থাকব৷’
advertisement
4/7
সুদীপের প্রথম স্ত্রীও ছিলেন বিনোদন দুনিয়ার চেনা মুখ দামিনী বেণী বসু৷ তাঁর সঙ্গে বিয়ে ভাঙার পর দ্বিতীয়বার বিয়ে করেন সুদীপ৷
advertisement
5/7
২৫ বছরের বয়সের ফারাফ ফুঃ দিয়ে উড়িয়ে দিয়ে প্রেমের সম্পর্ককে বিয়েতে নিয়ে গিয়েছিলেন সুদীপ এবং পৃথা৷
advertisement
6/7
সোশ্যাল মিডিয়ায় বহু সুন্দর মুহূর্তও শেয়ার করতেন দুজনেই৷ কিন্তু হঠাৎ পৃথার পোস্ট প্রশ্নের ঝড়৷
advertisement
7/7
এদিকে অন্য এক বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া প্রশ্নের উত্তরে অবশ্য এই বিষয় নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন সুদীপ৷ তিনি জানিয়েছেন তিনি তাঁর বর্তমান প্রজেক্টের শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন৷ কেন তাঁর স্ত্রী পৃথা এই ধরনের পোস্ট করলেন, তার জবাব তার কাছে নেই৷ All Photo Courtesy-Preetha Chakraborty/ Facebook