TRENDING:

Suchitra Sen | Uttam Kumar: বিয়ের বাড়িতে স্ত্রী গৌরীর সঙ্গে উত্তম কুমার, একই ফ্রেমে সুচিত্রা সেনও, কোথায় তোলা হয়েছিল এমন ছবি? দেখুন পুরনো অ্যালবাম

Last Updated:
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায়ই পুরনো ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী রাইমা সেন৷ কখনও সেই ছবিতে থাকেন তাঁর দিদিমা সুচিত্রা সেন, তো কখনও মা মুনমুন সেন৷
advertisement
1/12
স্ত্রী গৌরীর সঙ্গে উত্তম, পাশে সুচিত্রাও! কোথায় তোলা হয়েছিল এমন ছবি? দেখুন...
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায়ই পুরনো ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী রাইমা সেন৷ কখনও সেই ছবিতে থাকেন তাঁর দিদিমা সুচিত্রা সেন, তো কখনও মা মুনমুন সেন৷
advertisement
2/12
ছোট বোন রিয়া আর নিজের ছোটবেলা বেশ কিছু ছবি শেয়ার করেন রাইমা৷
advertisement
3/12
একগুচ্ছ পুরনো দিনের সাদা কালো ছবি শেয়ার করে রাইমা সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘Memories is all you have’
advertisement
4/12
‘স্মৃতিটুকুই যা আছে’৷ একগুচ্ছ সাদা কালো ছবিগুলির ছবির মধ্যে একটিতে দেখা যাচ্ছে, উত্তম কুমারকে মজা করে কিছু একটা বলছেন মিসেস সেন৷ উত্তমও ঠোঁটের কোণে তাঁর সেই ভুবন ভোলানো হাসি রেখে মন দিয়ে শুনছেন তাঁর কথা৷
advertisement
5/12
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ধর্মেন্দ্রর পাশে বসে রয়েছেন সুচিত্রা সেন৷
advertisement
6/12
সত্যজিৎ রায়ের জন্মদিনে, দিদিমার সুচিত্রা সেনের সঙ্গে তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাইমা৷
advertisement
7/12
প্রাক্তন পাক ক্রিকেটার ইমরান খানের দুই পাশে বসে রাইমা ও রিয়া৷ ছবিতে রয়েছেন মুনমুনও৷
advertisement
8/12
হিউ গ্রান্টের সঙ্গে ছবিতে রিয়া এবং রাইমা৷
advertisement
9/12
রাজীব গান্ধির সঙ্গেও রয়েছে ছবি৷
advertisement
10/12
একটি বিবাহ অনুষ্ঠানে সপরিবার উত্তম কুমার৷ রয়েছেন স্ত্রী গৌরী দেবী, পুত্র গৌতম ও তরুণ জায়া সুব্রতা চট্টোপাধ্যায়৷ উত্তমের পরিবারের সঙ্গে একই ফ্রেমে রয়েছেন সুচিত্রা সেনও৷ ছবিটি উত্তম পুত্র গৌতম চট্টোপাধ্যায়ের বৌভাতের অনুষ্ঠানে৷ সেদিন নববধূ ছিলেন উত্তমের নিজের পছন্দ করে ঘরে আনা বউমা সুমনা চট্টোপাধ্যায়৷
advertisement
11/12
শ্বশুর উত্তম পরেছিলেন পাঞ্জাবি এবং ময়ূরপুচ্ছ ধূতি৷ তবে, শাড়ি নয়, প্রিয় উতুর ছেলের বিয়েতে মেখলা পরে গিয়েছিলেন রমাদেবী৷ অনুষ্ঠান বাড়িতে পৌঁছেই নাকি বলেছিলেন, ‘কই আমার হিরো কোথায়?’ (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত)
advertisement
12/12
নববধূর হাতে উপহার তুলে দিয়ে সুচিত্রা বলেছিলেন, ‘শ্বশুরমশাইকে শক্ত করে ধরে রেখো৷’ তবে শোনা যায়, সেদিনের অনুষ্ঠান বাড়িতে আর পাঁচজনের মতো নিমন্ত্রণ খাননি সুচিত্রা৷ কিন্তু, উত্তম-সুচিত্রা একে অপরকে দেখা মাত্রই আনন্দ আলিঙ্গন করেছিলেন৷ যে আলিঙ্গন সে সময় রুপোলি পর্দায় ঝড় তোলার জন্য যথেষ্ট ছিল৷ (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Suchitra Sen | Uttam Kumar: বিয়ের বাড়িতে স্ত্রী গৌরীর সঙ্গে উত্তম কুমার, একই ফ্রেমে সুচিত্রা সেনও, কোথায় তোলা হয়েছিল এমন ছবি? দেখুন পুরনো অ্যালবাম
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল