Jamaishoshthi Jomjomat Star Jalsha: জামাইষষ্ঠীতে পেটপুজো নাচ গান, জলসার জুটিরা এক পর্দায়, কিন্তু কোন রহস্য লুকিয়ে?
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Jamaishoshthi special episode: জামাইষষ্ঠী জমজমাট! স্টার জলসায় আগামী ১২ জুন বিকেল ৫টায় সব পরিবার একসঙ্গে। মাতবেন গানে, নাচে, রান্নায়, আড্ডায় এবং খাওয়া-দাওয়ায়।
advertisement
1/5

#কলকাতা: রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন মহিলারা। অনেক তো হল, এ বার হেঁসেল সামলাক বাড়ির পুরুষেরা। আর তার পর? কাট টু, জিভে জল আসার মতো একাধিক বাঙালি পদ দিয়ে পাত সাজানো। তবে কি পুরুষেরাই রান্না করলেন? সে তথ্যের জবাব মিলবে না এখন। তার জন্য দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১২ জুনের জন্য।
advertisement
2/5
জামাইষষ্ঠী জমজমাট! স্টার জলসায় আগামী ১২ জুন বিকেল ৫টায় সব পরিবার একসঙ্গে। মাতবেন গানে, নাচে, রান্নায়, আড্ডায় এবং খাওয়া-দাওয়ায়। ইন্দ্রাশিস রায়ের ভাষায় বললে, ''জামাইষষ্ঠীর আর এক নাম তো খাওয়া দাওয়াই!''
advertisement
3/5
মাটির থালায় কলাপাতা বিছিয়ে ভাত, ডাল, পাঁপড়, তরকারি, মাছ, মাংস, মিষ্টি। কী নেই শিল্পীদের পাতে? আনন্দের মুহূর্তের ঝলকে দেখা যাচ্ছে মোহর, পিহু, ঋষি, লালন, ফুলঝুরি, দেবিনা, বীণাপাণি, শতদ্রু-সহ জলসা পরিবারের আরও অনেক সদস্য!
advertisement
4/5
হই হুল্লোড়ের মাঝেও অবশ্য শাশুড়িরা তাঁদের জামাইকে আশীর্বাদ ভুলবেন না। পাখার হাওয়া দিয়ে হাতে সুতো পরিয়ে দেবেন। মাথায় দেবেন ধান দুব্বো। সঙ্গে জল আর মিষ্টি।
advertisement
5/5
কিন্তু সবের মাঝেই লুকিয়ে রয়েছে কী একটা রহস্য! যার কথা সকলেই বলছেন। কিন্তু সরাসরি নয়। রহস্যের উদঘাটন হবে ১২ জুন বিকেল ৫টা নাগাদ। দেবিনা, লালন, বীণাপাণি সকলের মুখেই সেই রহস্যের কথা।