TRENDING:

একে অন্যের ছবি শেয়ার, বরফের রাজ্যে সৃজিত-মিথিলার 'উষ্ণ' হানিমুন, দেখুন অ্যালবাম--

Last Updated:
বিয়ের পরপরই কপোত-কপোতি পাড়ি দিয়েছেন জেনেভায়--
advertisement
1/7
একে অন্যের ছবি শেয়ার, বরফের রাজ্যে সৃজিত-মিথিলার 'উষ্ণ' হানিমুন, দেখুন অ্যালবাম-
সৃজিত মিথিলার হানিমুন পর্ব জমজমাট! একবার মিঞা বিবির ছবি পোস্ট করেন তো একবার বিবি মিঞার!
advertisement
2/7
মধুচন্দ্রিমা জমিয়ে উপভোগ করছেন টলিউডের খ্যাতনামা পরিচালক সৃজিত ও বাংলাদেশের অভিনেত্রী, মডেল, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা! একের পর এক ছবিতে সোশ্যাল মিডিয়া জমে কুলপি!
advertisement
3/7
বিয়ের পরপরই কপোত-কপোতি পাড়ি দিয়েছেন জেনেভায়৷ রথদেখা আর কলা বেঁচা... দুই-ই একসঙ্গে...মধুচন্দ্রিমার পাশাপাশি রয়েছে মিথিলার পিএইচডি ডিগ্রি সম্পূর্ণ করা!
advertisement
4/7
মিথিলা মধুচন্দ্রিমার ডায়েরির আদর করে নাম রেখেছেন 'হানিমুনার্স'।
advertisement
5/7
৬ ডিসেম্বর কলকাতায় রেজিস্ট্রি হয় সৃজিত, মিথিলার। 'গালা পার্টি' নয়, ছিমছাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু'জনের একান্ত কাছের মানুষজনেরাই।
advertisement
6/7
সৃজিত-মিথিলার সম্পর্ক নিয়ে ছিল নানা প্রশ্ন৷ বিভিন্ন সময় সৃজিতের সঙ্গে টলিউডের নায়িকাদের নাম জড়িয়েছে৷ তবে মিথিলার সঙ্গে টলিউডের কোনও সম্পর্ক ছিল না৷ তাই মিথিলার পরিচয় জানতে উৎসুখ ছিলেন অনেকে৷ বাংলাদেশের নামী মডেল, গায়িকা, অভিনেতা, সঞ্চালিকা মিথিলা। পলিটিক্যাল সায়েন্স নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন মিথিলা। আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট নিয়েও ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকেও মাস্টার্স করেছেন।
advertisement
7/7
বর্তমানে ব্র্যাক এ আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মিথিলা। নজরুল গীতি শেখার সঙ্গে সঙ্গে, কত্থক, ভরত নাট্যম এবং মণিপুরি নৃত্যের তালিম নেন মিথিলা। পাশাপাশি থিয়েটারে অভিনয় করার সঙ্গে সঙ্গে তাঁর করা অয়েল পেনটিং বহু একজিবিশনে জায়গা করে নিয়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
একে অন্যের ছবি শেয়ার, বরফের রাজ্যে সৃজিত-মিথিলার 'উষ্ণ' হানিমুন, দেখুন অ্যালবাম--
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল