Kanchan-Sreemoyee Wedding: কয়েকঘণ্টা পরেই রিসেপশন! কিন্তু এবার আর সোনার গয়না পরবেন না শ্রীময়ী, পিছনে বড় কারণ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Kanchan-Sreemoyee Wedding: শ্রীময়ীর কথায় সোনার গয়না পরছেন না তিনি। বিয়ের দিন থেকে সমস্ত অনুষ্ঠানেই সোনা পরতে হচ্ছে। তাই এবার আলাদা কিছুই পরবেন। তবে সেটা কি তিনি জানাননি।
advertisement
1/8

আর কয়েক ঘণ্টা পরেই রিসেপশন। টলিপাড়ায় নতুন তারকা দম্পতি, কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। অভিনেতা-বিধায়ক এবং অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চা হয়েছে বিস্তর। আর সমস্ত কটাক্ষকে ফুৎকারে উড়িয়ে হইহই করে বিয়ে সেরেছেন তাঁরা। নিয়মও মেনেছেন ঘটা করে।
advertisement
2/8
জানুয়ারিতে দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয় অভিনেতা তথা বিধায়ক কাঞ্চনের। তার পর শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আইনি বিয়ে সারেন ১৪ ফেব্রুয়ারি। এরপর ২ মার্চ সামাজিক বিবাহ।
advertisement
3/8
শুক্রবার ছিল কাঞ্চন-শ্রীময়ী আইবুড়ো ভাত। সেই ছবি অভিনেত্রী ভাগ করে নিয়ে ছিলেন স্যোশাল মিডিয়ায়। ইয়া বড় মাছের মাথা নিয়ে পোজও দিয়েছিলেন দুজনে।
advertisement
4/8
তারপর গায়ে হলুদ । সব কটাক্ষ উড়িয়ে মন দিয়ে আচার পালন করেছেন তাঁরা। লাল পাড় হলুদ শড়ি সঙ্গে ফুলের সাজে সেজে উঠেছিলেন শ্রীময়ী।
advertisement
5/8
সকালে হয়েছে দধিমঙ্গল, নাহ্নিমুখ। কালো সানগ্লাস, গামছা জড়িয়ে পোজ দিয়েছেন কাঞ্চন।
advertisement
6/8
বরের গায়ে ছোঁয়ানো হলুদ মাখেন শ্রীময়ী। পাশাপাশি বসেই গায়ে হলুদ সারেন তাঁরা। তারপর সন্ধে হতেই বিয়ের প্রস্তুতি।
advertisement
7/8
পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে চারহাত এক হয় কাঞ্চন-শ্রীময়ীর। শ্রীময়ীর পরনে ছিল লাল বেনারসি সঙ্গে মানানসই সোনার গয়না।
advertisement
8/8
শ্রীময়ীর কথায় সোনার গয়না পরছেন না তিনি। বিয়ের দিন থেকে সমস্ত অনুষ্ঠানেই সোনা পরতে হচ্ছে। তাই এবার আলাদা কিছুই পরবেন। তবে সেটা কি তিনি জানাননি।