Kanchan-Sreemoyee: স্ত্রীকে ঠোঁটঠাসা চুম্বন কাঞ্চনের! হাসপাতালের বিছানা থেকে ভাইরাল হল শ্রীময়ীর প্রথম ছবি, আদুরে মুহূর্ত না দেখলেই মিস!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Kanchan-Sreemoyee First Photo: বউকে আদুরে চুমুতে ভরিয়ে দিয়েছেন কাঞ্চন৷ হাসপাতালের বিছানায় শুয়ে একে অপরের সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন তাঁরা৷ ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি৷
advertisement
1/6

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ বিয়ের পর প্রথম দীপাবলি তাদের জীবনকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলেছে৷ দীপাবলিতে বাবা-মা হলেন কাঞ্চন ও শ্রীময়ী৷
advertisement
2/6
কন্যা সন্তানের আসার খবরটি নিজেই সমস্ত ভক্তদের জানিয়েছেন কাঞ্চন৷ কালীপুজোর দিন কাঞ্চন-শ্রীময়ী ভিডিওবার্তায় অনুরাগীদের শুভেচ্ছা জানানোর পর থেকেই অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। অবশেষে তা সত্যি হল৷
advertisement
3/6
দ্বিতীয়বার মেয়ের বাবা হলেন তৃণমূল বিধায়ক অভিনেতা৷ বাবা হওয়ার খুশিতে আনন্দে আত্মহারা অভিনেতা৷ কাঞ্চন ও শ্রীময়ীর সন্তানের সুখবরে সমস্ত অনুরাগীরা তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷
advertisement
4/6
মেয়ে ও মা দু'জনেই সুস্থ আছেন বলেন জানিয়েছেন অভিনেতা-বিধায়ক৷ কার মতো দেখতে হয়েছে কাঞ্চন-শ্রীময়ীর সন্তানকে, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ তবে ফুটফুটে একরত্তির ছবি শেয়ার করেননি তারকা দম্পতি৷ বরং হাসপাতাল থেকে নিজেদের আদুরে মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তারা৷
advertisement
5/6
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে হাসপাতাল থেকে সেলফি শেয়ার করেছেন শ্রীময়ী৷ প্রথম সেলফিটি তুলেছেন শ্রীময়ীর বোন৷ যার ক্যাপশনে লেখা- মাসি অন ডিউটি৷ বেডে শুয়ে ক্যামেরায় হাসিমুখে পোজ দিয়েছেন কৃষভির মা৷
advertisement
6/6
পরের ছবিতেই রয়েছে আসল চমক৷ বউকে আদুরে চুমুতে ভরিয়ে দিয়েছেন কাঞ্চন৷ হাসপাতালের বিছানায় শুয়ে একে অপরের সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন তাঁরা৷ ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি৷ আপাতত একরত্তিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷