TRENDING:

Srabanti's Ex-Husband Marriage: নায়িকা এখনও 'একা’! ডিভোর্স হতে না হতেই ছাদনাতলায় শ্রাবন্তীর প্রাক্তন! পাত্রীটি কে জানেন?

Last Updated:
Srabanti's Ex-Husband Marriage: অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী রোশন সিং আবার বিয়ে করতে চলেছেন। বেশ কিছুদিন ধরেই এক বাঙালি কন্যার সঙ্গে সম্পর্কে ছিলেন রোশন, আর এবার সেই সম্পর্ক পাচ্ছে নতুন মাত্রা – সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা!
advertisement
1/6
নায়িকা এখনও 'একা’! ডিভোর্স হতে না হতেই ছাদনাতলায় শ্রাবন্তীর প্রাক্তন! পাত্রীটি কে জানেন?
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী রোশন সিং আবার বিয়ে করতে চলেছেন। বেশ কিছুদিন ধরেই এক বাঙালি কন্যার সঙ্গে সম্পর্কে ছিলেন রোশন, আর এবার সেই সম্পর্ক পাচ্ছে নতুন মাত্রা – সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা!
advertisement
2/6
রোশন নিজেই মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড শেয়ার করে এই খবর জানান। ছবিতে দেখা যাচ্ছে, রোশন ও তাঁর হবু স্ত্রী পেছন ফিরে হাতে হাত ধরে হাঁটছেন। ছবির উপর লেখা – Roshan weds Anamika। বিয়ের দিন আজ ৩১ জুলাই, বৃহস্পতিবার।
advertisement
3/6
এই বছরেই শ্রাবন্তী ও রোশনের ডিভোর্সের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। তার কিছুদিন পরেই রোশনের জীবনে আসে অনামিকা মৈত্র। এর আগেও একাধিকবার অনামিকার সঙ্গে ছবি শেয়ার করেছিলেন রোশন, আর তখনই টলিপাড়ায় শুরু হয় জোর আলোচনা।
advertisement
4/6
রোশন-অনামিকা তাঁদের নাম মিলিয়ে দিয়েছেন "Roshan + Anamika = Rosanika"। সূত্রের খবর, অনামিকা মৈত্র কলকাতার মেয়ে। মিডিয়া সায়েন্সে এমএসসি করেছেন দ্য হেরিটেজ অ্যাকাডেমি থেকে এবং এমবিএ করেছেন সিম্বোসিস ইউনিভার্সিটি থেকে। তাঁর ফেসবুক প্রোফাইলে স্পষ্ট লেখা আছে – "In a relationship with Roshan Singh"।
advertisement
5/6
রোশন এর আগে এক সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, “একটা সম্পর্ক থেকে মুক্ত হয়ে এবার নিজেকে গুছিয়ে নিয়েছি। এবার অনামিকার সঙ্গে নতুন জীবন শুরু করতে চাই।” ২০১৯ সালে চুপিচুপি চণ্ডীগড়ের এক গুরুদ্বারে পাঞ্জাবি মতে বিয়ে করেছিলেন রোশন ও শ্রাবন্তী। যদিও সে সম্পর্ক বেশিদিন টেকেনি।
advertisement
6/6
বর্তমানে রোশন একজন সফল জিম মালিক এবং ফিটনেস নিয়ে বেশ সিরিয়াস। আজ, বৃহস্পতিবার তাঁদের চার হাত এক হচ্ছে। অন্যদিকে শ্রাবন্তী এখনও নিজেকে সিঙ্গল বলেই দাবি করে আসছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Srabanti's Ex-Husband Marriage: নায়িকা এখনও 'একা’! ডিভোর্স হতে না হতেই ছাদনাতলায় শ্রাবন্তীর প্রাক্তন! পাত্রীটি কে জানেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল