Srabanti Chatterjee: ঠিক যেন 'জলপরি'! গোলাপি বিকিনিতে ভিজছেন শ্রাবন্তী, ছবি সামনে আসতেই তোলপাড়
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
ব্যস্ত রুটিন থেকে ছুটি মেলা দায়। কিন্তু তাঁকে আটকায় কার সাধ্য! শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পায়ের তলায় সরষে। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে।
advertisement
1/5

ব্যস্ত রুটিন থেকে ছুটি মেলা দায়। কিন্তু তাঁকে আটকায় কার সাধ্য! শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পায়ের তলায় সরষে। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে।
advertisement
2/5
নিজের সঙ্গে সময় কাটাতে আগাগোড়াই ভালবাসেন শ্রাবন্তী। সময়ে পেলেই তাই শহর থেকে দূরে চলে যান।
advertisement
3/5
সম্প্রতি অবসর যাপনের ছবি দিলেন শ্রাবন্তী। স্যুইমিং পুলে লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী। শ্রাবন্তীর পরনে গোলাপি বিকিনি। চোখে কালো চশমা।
advertisement
4/5
বিকিনিতে আগেও ধরা দিয়েছেন শ্রাবন্তী। তবে গোলাপি বিকিনিতে তাঁকে দেখে মুগ্ধ অনরাগীরা। কেউ কেউ তাঁকে 'জলপরি'ও আখ্যা দিয়েছেন।
advertisement
5/5
শ্রাবন্তীর হাতে আপাতত একাধিক কাজ। সেই ব্যস্ততার মাঝেই নিজের জন্য সময় বার করে নিলেন অভিনেত্রী।