Darshana-Sourav Wedding: সৌরভের সঙ্গে বিয়ের আগেই দর্শনা দিলেন বিরাট চমক! চক্ষু চড়কগাছ নেটিজেনদের
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
টলিউডে বিয়ের মরশুম৷ সন্দীপ্তা-সৌম্যর, পরম-পিয়ার পর এবার বিয়ের পিঁড়িতে সৌরভ দাস দর্শনা বণিক৷ ১৫ ডিসেম্বর চার হাত এক হবে ৷ সৌরভ-দর্শনার বিয়েতে থাকছে নানা চমক। আর তা থেকে বাদ পড়েনি বিয়ের গাছকৌট আর কুলো।
advertisement
1/6

টলিউডে বিয়ের মরশুম৷ সন্দীপ্তা-সৌম্যর, পরম-পিয়ার পর এবার বিয়ের পিঁড়িতে সৌরভ দাস দর্শনা বণিক৷ ১৫ ডিসেম্বর চার হাত এক হবে ৷ তাঁর আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
advertisement
2/6
বাঙালি রীতি মেনেই বিয়ে করবেন সৌরভ-দর্শনা। আর তাঁর মাঝেই আইবুড়ো ভাত থেকে শুরু করে সব খুঁটিনাটির কথাই তারকা জুটি শেয়ার করে নিচ্ছেন স্যোশাল মিডিয়ায়।
advertisement
3/6
সৌরভ-দর্শনার বিয়েতে থাকছে নানা চমক। সবেতেই থাকছে অভিনত্বের ছোঁয়া। আর তা থেকে বাদ পড়েনি বিয়ের গাছকৌট আর কুলো।
advertisement
4/6
বিশেষ ভাবে অর্ডার দিয়ে বানানো হয়েছে এই গাছকৌটো আর কুলো। বুধবার নিজের ইস্টাগ্রামের স্টোরিতে নায়িকা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এগুলির ছবি।
advertisement
5/6
দর্শনার ইনস্টাস্টোরিতে দেখা যাচ্ছে গাছকৌটো আর কুলোতে আঁকা রয়েছে বরকনে বেশে তাঁর আর সৌরভের ছবি।
advertisement
6/6
আগামী ১৫ ডিসেম্বর বিয়ে হবে সৌরভ এবং দর্শনা। সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে আসর বসবে।