সোনু সুদই পারেন! অনলাইন ক্লাস করতে মাইলের পর মাইল হাঁটে শিশুরা, শুনেই অভাবনীয় ব্যবস্থা...
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
হরিয়ানার মোরনি গ্রামের ওই শিশুদের সকলের জন্যেই স্মার্টফোন কিনে পাঠিয়েছেন সোনু সুদ।
advertisement
1/5

হরিয়ানার প্রত্যন্ত এক গ্রামের ছাত্ররা মাইলেন পর মাইল হেঁটে যায়, অন্যের স্মার্টফোন ব্যবহার করে অনলাইন ক্লাস করার জন্য। এটুকু সংবাদমাধ্যমের সৌজন্যে শুনেছিলেন তিনি। তারপর সোনু সুদ কী করতে পারেন গোটা দেশই এখন জানে। হলও তাই।
advertisement
2/5
হরিয়ানার মোরনি গ্রামের ওই শিশুদের সকলের জন্যেই স্মার্টফোন কিনে পাঠিয়েছেন সোনু সুদ।
advertisement
3/5
বুধবার মোরনি অঞ্চলের কোটি গ্রামের সিনিয়র সেকেন্ডরি স্কুলের ওই ছাত্রছাত্রীরা স্মার্টফোনটি হাতে পেয়েছে। সোনুর এক বন্ধু করণ গিলহোত্রা ওই স্কুলের প্রিন্সিপালের হাতে ওই ফোনটি তুলে দেন।
advertisement
4/5
স্মার্টফোন হাতে পেয়ে ভিডিও কলে তারা একপ্রস্থ কথাও বলে সোনুর সঙ্গে।
advertisement
5/5
স্কুল কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তার ভিডিওটি ট্যুইটারে শেয়ার হওয়ার পর তা রিট্যুইট করেন সোনু। তিনি লেখেন, একটা দারুণ সকাল, সব ছাত্রছাত্রীরা স্মার্টফোন পেয়ে গিয়েছে।