উপোস করেননি, তবে করবা চৌথ-এ চুটিয়ে সেজে পোজ দিয়েছেন সোনম, ভাইরাল ছবি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আগামী দিনে সুজয় ঘোষের প্রযোজনায় ‘ব্লাইন্ড’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে
advertisement
1/7

খোলা চুল, লাল ঘাগরা, সবুজ ব্লাউজ, গা-ভর্তি গয়না, সেজেছেন আটপৌড়ে করে!। করবা চৌথ-এ চমকে দিলেন সদ্য মা-হওয়া সোনম
advertisement
2/7
নতমুখে, নতুন বৌয়ের সাজে সিঁড়িতে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিলেন সোনম
advertisement
3/7
করবা চৌথ-এর ছবি ভাইরাল নেটদুনিয়ায়। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, '' আমার বর আবার করবা চৌথের ভক্ত নয়। টানা এক দিন উপোস করা পছন্দ করে না। ওর বক্তব্য, এক-আধ বেলা খাবার না খেয়ে থাকা যায়। এতটা সময় না খেয়ে থাকা স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। তাই আমি উপোস করি না।''
advertisement
4/7
২০ অগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনম
advertisement
5/7
ঠাকুমা নির্মল কাপুরের জন্মদিনে এই রং-মিলান্তি ছবি পোস্ট করেছিলেন সোনম
advertisement
6/7
আনন্দ অহুজা আর সোনম তাঁদের ছেলের নাম রেখেছেন সিম্বা। পরিকল্পনা ছিল লন্ডনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই মুম্বইয়ের বাড়িতে আসবেন সোনম। আপাতত বাবা-মায়ের সঙ্গে কাটাবেন ছ’মাস। সেই মতোই এখন মুম্বইয়ে রয়েছেন অভিনেত্রী
advertisement
7/7
এ সবের মাঝেই কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সোনম। আগামী দিনে সুজয় ঘোষের প্রযোজনায় ‘ব্লাইন্ড’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে