TRENDING:

KK Died: গান শেখেননি সেভাবে কখনও! স্ত্রী জ্যোতিকেই সাফল্যের সব কৃতিত্ব দিতেন কেকে

Last Updated:
Krishnakumar Kunnath Died: স্ত্রীর চাপেই মুম্বই এসেছিলেন কেকে। না হলে বলিউড হয়তো তাঁকে পেত না!
advertisement
1/8
গান শেখেননি সেভাবে কখনও! স্ত্রী জ্যোতিকেই সাফল্যের সব কৃতিত্ব দিতেন কেকে
অনেকেই হয়তো জানেন না, কেকে বলিউডে নিজের জায়গা তৈরির আগে সাড়ে তিন হাজারেরও বেশি জিঙ্গল গেয়েছিলেন। একবার কেকে একটি সাক্ষাত্কারে বলেছিলেন, হরিহরন দিল্লিতে তাঁর একটি প্রোগ্রাম দেখেন। তার পর তিনিই তাঁকে মুম্বাইতে আসতে বলেছিলেন। কিছু সময় পর কেকে মুম্বাই চলে যান।
advertisement
2/8
কেকে আগে দিল্লিতে থাকতেন। স্ত্রী জ্যোতির কথা শুনে মুম্বই আসেন। এর পর দারুণ সাফল্য পান। এক সাক্ষাত্কারে কেকে বলেছিলেন, মুম্বইতে আসার পরে তাঁর জীবনে সাফল্য আসে। তিনি বলেছিলেন, এই সাফল্যের কৃতিত্ব শুধু তাঁর স্ত্রীর।
advertisement
3/8
১৯৯৪ সালে মুম্বইতে এসে গান গাইতে শুরু করেন কেকে। তার আগে হোটেল ইনডাস্ট্রিতে কাজ করেছেন কেকে। দ৭িণ ভারতের একাধিক নামী হোটেলে কাজ করেছেন তিনি।
advertisement
4/8
কেকে ক্লাসিকাল শেখেননি কখনও। তবে কিছুদিনের জন্য মিউজিক স্কুলে গিয়েছিলেন। সেখানে তাঁর ভাল লাগত না। তাই পরে তাঁর বাবা তাঁকে সেই স্কুল যেতে বারণ করেন।
advertisement
5/8
কিশোর কুমারের অন্ধ ভক্ত ছিলেন কেকে। বলতেন, কিশোর কুমারও গান শেখেনি। তাই আমি গান না শেখার অজুহাত পেয়ে গিয়েছিলাম।
advertisement
6/8
কেকে বলতেন, আমি যে কোনও গান শুনে তুলে ফেলতে পারতাম। এটা বোধ হয় আমার ঈশ্বরপ্রদত্ত একটা ব্যাপার।
advertisement
7/8
ফেম গুরুকূল-এর পর আর কোনও রিয়্যালিটি শো-তে কেকে-কে দেখা যায়নি।
advertisement
8/8
বলিউড তাঁকে ডাকত মেলোডি কিং নামে। একটা সময় সব থেকে দামী প্লেব্যাক সিঙ্গার ছিলেন তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
KK Died: গান শেখেননি সেভাবে কখনও! স্ত্রী জ্যোতিকেই সাফল্যের সব কৃতিত্ব দিতেন কেকে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল