TRENDING:

Kanika Kapoor Marriage: তিন সন্তানের মা আবার উঠছেন বিয়ের পিঁড়িতে, বিয়ের আগেই খুল্লাম খুল্লা 'আদরের' চুমু হবু বরকে

Last Updated:
Kanika Kapoor’s pre-wedding photos : দ্বিতীয়বার বিয়ে করছেন গায়িকা৷ নিজের হলদিতে চুটিয়ে নাচলেন কনিকা৷
advertisement
1/6
তিন সন্তানের মা আবার উঠছেন বিয়ের পিঁড়িতে, আগেই খুল্লাম খুল্লা চুমু হবু বরকে
*প্রথম বিয়েতে বিস্তর অশান্তি ছিল৷ তাঁকে মারধরও করা হত বলে অভিযোগ উঠেছিল৷ তারপর সেই বিয়ে থেকে বেরিয়ে আসেন গায়িকা কনিকা কাপুর৷ অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁর প্রাক্তন স্বামী৷ এরপর লন্ডন নিবাসী ব্যবসায়ীর সঙ্গে বিয়ে ভাঙেন কনিকা৷ তিন সন্তান নিয়ে তিনি শুরু করেন নিজের সংসার৷ চিরকাল তিনি চেয়েছিলেন গানকে নিজের পেশা হিসেবে বেছে নিতে৷ প্রথম বিয়ে ভাঙার পর সেই পথেই হাঁটেন কনিকা৷
advertisement
2/6
*তাঁর গান বেবি ডল খুবই জনপ্রিয়৷ এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে আরও সব হিট গান৷ আবারও তিনি বসছেন বিয়ের পিঁড়িতে৷ পাত্র গৌতম হাতিরমনি৷ আজ, ২০ মে তাঁদের বিয়ে৷ কনিকার তিন সন্তান রয়েছে অন্যন্যা, সামারা, যুবরাজ৷
advertisement
3/6
*কনিকা ভারতীয়৷ তিনি পঞ্জবী৷ তবে পঞ্জবী ভাষা তিনি বলতে পারেন না৷ তাই তো নিজেকে ক্ষত্রিয় বলে পরিচয় দেন গায়িকা৷
advertisement
4/6
*ইতিমধ্যেই তাঁর প্রি ম্যারেজ অর্থাৎ বিয়ের আগের যে সব আচার থাকে, তা সম্পন্ন হয়েছে৷ সেই ছবি একেবারে তাঁর বেবি ডল গানের মতেই হিট! হবু বরকে সামনে পেয়ে, সকলের সামনেই তিনি ঠোঁটে রেখেছেন ঠোঁট৷ সেই চুমুর ছবি হয়েছে ভাইরাল! ভারতীয় সংস্কৃতিতে এখন কিছুটা গোড়ামি রয়েছে৷ তাই বিয়ের আগে এভাবে খুল্লাম খুল্লা চুমু নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে৷
advertisement
5/6
*ঠিক যেমন কনিকাকে নিয়ে জোরদার চর্চা হয় প্রথম লকডাউনের সময়৷ সেই সময় তিনি লন্ডন থেকে দেশে ফেরেন৷ সকলের জন্য পার্টির আয়োজন করেছিলেন৷ তাবড় তাবড় ব্যক্তিরা গিয়েছিলেন সেই পার্টিতে৷ এবং তারপর জানা যায় যে কনিকা নিজেই কোভিড পজিটিভ! ব্যাস হুলুস্থুল পড়ে যায়৷ রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে বড় বড় আমলা, অনেকেই উপস্থিত ছিলেন সেই পার্টিতে৷ ফলে ছড়িয়ে পড়ে করোনা আতঙ্ক৷ কেন এভাবে বিদেশ থেকে এসে জনসংযোগ করেছিলেন তিনি, এবং কেন ঠিকভাবে লালরস পরীক্ষা করাননি গায়িকা, তা নিয়ে অভিযোগও দায়ের হয়৷
advertisement
6/6
*তবে সে সব আজ অতীত৷ দ্বিতীয়বার বিয়ে করছেন গায়িকা৷ নিজের হলদিতে চুটিয়ে নাচলেন কনিকা৷ গান বাজল কজরা রে কজরা রে৷ তাঁর হবু স্বামী নিয়ে এসেছিলেন এক ব্যাগ গোলাপ৷ গানে-গোলাপে আবেগে ভেসে কনিকা দিয়ে ফেললেন আদরের চুমু৷ সঙ্গে সঙ্গে সেই মুহূর্ত হল ক্যামেরা বন্দি!
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kanika Kapoor Marriage: তিন সন্তানের মা আবার উঠছেন বিয়ের পিঁড়িতে, বিয়ের আগেই খুল্লাম খুল্লা 'আদরের' চুমু হবু বরকে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল