Alisha Chinai Love Story: মেড ইন ইন্ডিয়া গার্ল আলিশা চিনাই-র বয়স ৬০ ছুঁইছুঁই, চেহারায় প্রচুর বদল, নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন! দেখুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
গানের গলা, স্টাইল এক থাকলেও এখন তাঁর চেহারায় বয়সের ছাপ পড়েছে৷
advertisement
1/10

*আলিশা চিনাইকে মনে আছে নিশ্চয়ই৷ মেড ইন ইন্ডিয়া গানে তিনি আসমুদ্র হিমাচল কাঁপিয়েছিলেন৷ যদিও তার আগে থেকেই তিনি বলিউডে প্লেব্যাক করছেন এবং বেশ কয়েকটি অতি জনপ্রিয় গান রয়েছে তাঁর গলায়৷
advertisement
2/10
*মিস্টার ইন্ডিয়ার বিখ্যাত গান, কাটে নহি কটতে তে- গেয়েছেন আলিশা৷ তাঁর গায়কিতে রয়েছে এক ধরনের মাদকতা যা অনায়াসেই রোম্যান্টিন দৃশ্যকে আরও আবেগঘন করে তুলতে পারে৷
advertisement
3/10
*এছাড়াও তিনি গেয়েছেন রাত ভর জাম সে, ছবি ত্রিদেব৷ এরপর তাঁর গলায় রাজা হিন্দুস্থানি ছবির তেরে ইশক ম্যার নাচেঙ্গে, বিজয়পথ ছবির রুক রুক গান খুবই জনপ্রিয়৷ হাল আমলে কাজরা রে গানটি সুপার ডুপার হিট হয়েছিল৷
advertisement
4/10
*মেড ইন ইন্ডিয়া অ্যালবাম-এ দেখা মেলে আলিশার৷ ইন্ডিয়ান বার্বি বলা হত তাঁকে৷ সৌন্দর্য্যে যে কোনও নায়িকাকে টক্কর দেওয়া ক্ষমতা ছিল আলিশার৷ তবে অনেকদিন তিনি জনসমক্ষে আসেননি৷
advertisement
5/10
*আলিশার বয়স এখন ৫৭৷ ৬০ বছর ছুঁইছুঁই পপস্টারের নতুন গান মুক্তি পেয়েছে৷ নাম হির৷ আপাতত তাঁর ইনস্টাগ্রামে রয়েছে তাঁর প্রচুর ছবি৷ তবে সেই সব ছবির সঙ্গে ৯০-র আলিশার চেহারায় অনেক বদল ঘটেছে৷
advertisement
6/10
*গানের গলা, স্টাইল এক থাকলেও এখন তাঁর চেহারায় বয়সের ছাপ পড়েছে৷ আর এই বয়সেই গুজরাতি কন্যা নতুন করে প্রেমে পড়েছেন৷ লং ডিসট্যান্স রিলেশনশিপ তাঁদের৷ অর্থাৎ মনের মিল হলেও দু’জনের অবস্থানের দু’জায়গায়৷ ফলে সবসময় সাক্ষাৎ হচ্ছে না৷
advertisement
7/10
*তাতে কী, প্রেম মানে না কোনও বাঁধা৷ তাঁর প্রেমিক ফুরকত আজামোভ তাজাকিস্তানের বাসিন্দা৷ তিনি মিউজিক প্রোডিউসার৷ লকডাউনের সময় তাঁদের যোগাযোগ হয়৷ তারপর সময় যত এগিয়েছে, তাঁদের দেখা হয়৷ প্রেম আরও গভীর হয়৷
advertisement
8/10
*দু’জনে মিলে একটি গানও শ্যুট করেছেন, নাম চমকেগা ইন্ডিয়া৷
advertisement
9/10
*আলিশা ভারতেই থাকেন৷ মুম্বই এবং আলিবাগ, এই দুই জায়গার মধ্যে কাটে তাঁর সময়৷ অন্যদিকে আজামভ থাকেন তাজাকিস্তানের দুশানবে শহরে৷ ফিনান্সিয়াল কন্সালটেন্ট তিনি, একইসঙ্গে তিনি সঙ্গীত প্রযোজক৷
advertisement
10/10
*আলিশার প্রাক্তন স্বামী রাজেশ জাভেরি ছিলেন তাঁর ম্যানেজার৷