Shweta Tiwari: স্নানঘরে খোলমেলা পোশাকে ২ সন্তানের মা! ৪২-এর শ্বেতার লাস্যে কুপোকাত অনুরাগীরা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Shweta Tiwari: 'কসৌটি জিন্দেগি কে'-র হাত ধরে আসে প্রথম সাফল্য। তার পর আর পিছনে ফিরে তাকাননি শ্বেতা তিওয়ারি।
advertisement
1/5

ছিমছাম শাড়ি, মানানইসই গয়না, সিঁথিতে সিঁদুর, টেলিভিশনে বেশিরভাগ সময়ে এ ভাবেই ধরা দিয়েছেন তিনি। 'কসৌটি জিন্দেগি কে'-র হাত ধরে আসে প্রথম সাফল্য। তার পর আর পিছনে ফিরে তাকাননি শ্বেতা তিওয়ারি।
advertisement
2/5
দু'দশক ধরে রাজত্ব চালাচ্ছেন শ্বেতা। বয়স ৪২। কিন্তু অভিনেত্রীকে দেখে তা বোঝার উপায় নেই। ইনস্টাগ্রামে তাঁর সাম্প্রতিক পোস্ট তাঁরই প্রমাণ।
advertisement
3/5
বেইজ রঙের খোলামেলা পোশাকে তাক লাগালেন শ্বেতা। এক বিলাসবহুল স্নানঘরে লেন্সবন্দি অভিনেত্রী। কখনও বেসিনের উপর বসে, কখনও আবার শাওয়ারে জলকেলি।
advertisement
4/5
দুই সন্তানের মা শ্বেতার এ হেন সাজগোজে মুগ্ধ নেটিজেনরা। অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।
advertisement
5/5
মেদহীন ছিপছিপে চেহারা বজায় রাখতে কঠিন ডায়েট মেনে চলেন শ্বেতা। তার সঙ্গেই চলে শরীরচর্চা। কাজ এবং পরিবার নিয়ে আপাতত সময় কাটছে অভিনেত্রী।