Shriya Saran: শরীরে খেলছে বালি! বিকিনিতে তুমুল হট শ্রিয়া সরন! কোলে ছোট্ট মেয়ে রাধা! ভাইরাল
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Shriya Saran: বিকিনিতে শরীরী ঝড় তুললেন শ্রিয়া সরন! কোলে ছোট্ট রাধা! গোয়ায় তুমুল হট নায়িকা! ভাইরাল
advertisement
1/5

শ্রিয়া সরন। বলিউডের জনপ্রিয় নায়িকা তো বটেই। সেই সঙ্গে তাঁর জনপ্রিয়তা সাউথে অনেক বেশি। দক্ষিণী ছবি দিয়েই অভিনয় জীবনের শুরু তাঁর। photo source Instagram
advertisement
2/5
২০১৮ সালে রাশিয়ান প্রেমিক আন্দেরি কোসচেভকে বিয়ে করেন শ্রিয়া। মলদ্বীপে আন্দেরির সঙ্গে আলাপ হয় নায়িকার। এর পরে উদয়পুরে ধুমধাম করে বিয়ে। কিছুদিন বিদেশে কাটিয়ে, মুম্বইতে ফিরে আসেন নায়িকা। সপরিবারে। বান্দ্রায় থাকতে শুরু করেন। photo source Instagram
advertisement
3/5
২০২০তে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন শ্রিয়া। কিন্তু সে সময় করোনা চলছিল। মেয়ে রাধার জন্মের কথা কাউকে জানাননি তিনি। এক বছর পর সকলকে সন্তানের কথা জানান নায়িকা। photo source Instagram
advertisement
4/5
তবে এই মুহূর্তে শ্রিয়া রয়েছেন গোয়ায়। সেখানে গোলাপি বিকিনিতে ঝড় তুলেছেন নায়িকা। photo source Instagram
advertisement
5/5
সমুদ্র সৈকতে বালিতে মাখামাখি নায়িকা। সঙ্গে তাঁর মেয়ে রাধা। সেও মায়ের সঙ্গে সমুদ্রের আনন্দে মেতে। স্বামীও রয়েছেন। শ্রিয়া তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই ভাইরাল হয়। photo source Instagram