Kanchan-Sreemoyee: ক'দিন পরেই ছাদনাতলায়! ৫৩-র কাঞ্চনের নামে মেহেন্দি পরলেন ২৬-এর শ্রীময়ী, রয়েছে বিরাট চমক
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Kanchan-Sreemoyee Wedding: বিয়ে নিয়ে নানা কটাক্ষ, তির্যক কথাতে পাত্তা না দিয়ে আপাতত শুধু নিজের বিয়েটুকুই উপভোগ করছেন শ্রীময়ী
advertisement
1/7

আগামী মাসের ৬ তারিখ সামাজিকভাবে বিয়ে হবে কাঞ্চন-শ্রীময়ীর। টলিউডে বাজবে বিয়ের সানাই। পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে এক হবে চার হাত।
advertisement
2/7
১৪ ফেব্রুয়ারি কাঞ্চনের বাড়িতে গিয়েই হতবাক অভিনেত্রী৷ গোটা ফ্ল্যাট ফুল ও বেলুনে সাজান অভিনেতা৷ বাড়িভর্তি লোকের সামনেই শ্রীময়ীকে বিয়ের প্রস্তাব দেন কাঞ্চন৷ তৃতীয় স্ত্রীকে উপহার হিসেবে প্ল্যাটিনামের আংটি উপহার দেন৷
advertisement
3/7
ভ্যালেন্টাইন্স ডে-তে কাঞ্চন মল্লিকের সঙ্গে আইনি বিয়ের পর বেশ চর্চার কেন্দ্রে শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল মিডিয়ায় ফের সরগরম টালিগঞ্জের এই অভিনেত্রীকে ঘিরে। তবে সে সবের পরোয়া তিনি করেন না।
advertisement
4/7
মেহেন্দি আর সঙ্গীতের জন্য সুন্দর সেজেছেন শ্রীময়ী। পরেছেন কমলা রঙের লেহেঙ্গা। চুল কার্ল করে খুলেই রাখা। মেহেন্দি পরলেন কনুই পর্যন্ত।
advertisement
5/7
কাঞ্চনের প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী অনিন্দিতা দাস। তিনিও টালিগঞ্জের পরিচিত মুখ। তথ্যচিত্র এবং একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অনিন্দিতা।
advertisement
6/7
অভিনেত্রী অনিন্দিতার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর কাঞ্চন বিয়ে করেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের দাম্পত্য শেষ হয় তিক্ততার মধ্যে দিয়ে।
advertisement
7/7
বিয়ে নিয়ে নানা কটাক্ষ, তির্যক কথাতে পাত্তা না দিয়ে আপাতত শুধু নিজের বিয়েটুকুই উপভোগ করছেন শ্রীময়ী