Bollywood: এই ৫ বলি-তারকা আয় করেন কোটি টাকা! তবে সিনেমা থেকে নয়
- Published by:Sayani Rana
Last Updated:
বলিউড তারকারা শুধু চলচ্চিত্র নয় ব্যবসা থেকেও কোটি টাকা আয় করেন। এই ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন যারা বর্তমানে সিনেমার পর্দায় বেশি ধরা না দিলেও তাঁরা জনপ্রিয় সব রেস্তরাঁর মালিক।
advertisement
1/6

এই তালিকায় এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁদের বর্তমানে সিনেমার পর্দায় খুব বেশি দেখা না গেলেও তারকারা রেস্তরাঁ ব্যবসা থেকে প্রচুর অর্থ উপার্জন করেন।
advertisement
2/6
এই তালিকায় প্রথমেই যার নাম মাথায় আসে তিনি হলেন অর্জুন রামপালের। একটা সময় দারুণ দারুণ সব চরিত্রে অভিনেতাকে দেখা গেলেও বর্তমানে তাঁকে খুব বেশি সিনেমার পর্দায় দেখা যায় না। তবে তাতে তাঁর বিলাসবহুল জীবনযাত্রা বা উপার্জন সেভাবে প্রভাবিত হয়নি। তিনি বিলাসবহুল রেস্তরাঁ 'ল্যাপ'-এর মালিক।
advertisement
3/6
বলিউড থেকে হলিউড, 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় দক্ষতায় নিজেকে প্রমাণ করেছেন। তবে শুধু অভিনয়েই থেমে থাকেননি অভিনেত্রী। রেস্তোরাঁ ব্যবসায়ও হাত দিয়েছেন প্রিয়াঙ্কা। আমেরিকায় 'সোনা' নামে একটি রেস্তরাঁ চালু করেছেন তিনি।
advertisement
4/6
অভিনয়ের পাশাপাশি শিল্পা শেট্টি ব্যবসা জগতেও বেশ পরিচিত নাম। মুম্বইয়ে তারকাদের প্রথম পছন্দ তাঁর রেস্তরাঁ 'বাস্তন'। এই ব্যবসার মাধ্যমে কোটি টাকা আয় করেন শিল্পা।
advertisement
5/6
বঙ্গকন্যা সুস্মিতা সেন। বলিউডের অতন্ত্য গুণী অভিনেত্রী। বর্তমানে ওয়েব সিরিজ 'তালি'তে তাঁর অভিনয় ভীষণ ভাবে প্রশংসা পেয়েছে। তবে তিনিও নিজেকে কেবল অভিনয়ে আবদ্ধ রাখেননি। তাঁর রেস্তোরাঁ 'বেঙ্গলি মাসি কিচেন' মুম্বইয়ের মানুষের কাছে বাঙালি খাবারের স্বাদ পৌঁছে দিয়েছে। এটিও মুম্বইয়ের অন্যতম একটি জনপ্রিয় রেস্তরাঁ।
advertisement
6/6
সুনীল শেট্টি এখন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও আজও ব্যবসার মাধ্যমে কোটি কোটি আয় করেন এই অভিনেতা। সুনীল শেট্টি একটি নয়, দুটি রেস্তরাঁর মালিক। তার রেস্টুরেন্ট 'মিসচিফ ডাইনিং বার' এবং ক্লাব 'H2O' বেশ জনপ্রিয়।