Shehnaaz Gill: কাদায় শুয়ে লুটোপুটি খাচ্ছেন শেহনাজ গিল, বলছেন এটাই নাকি 'স্পা'! ভাইরাল ছবি
- Published by:Raima Chakraborty
Last Updated:
দেখা যাচ্ছে, কাদায় শুয়ে লুটোপুটি খাচ্ছেন শেহনাজ। কিন্তু কারণ কী? অভিনেত্রীর দাবি, এটাই নাকি তাঁর স্পা। (Shehnaaz Gill)
advertisement
1/11

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিলের সাম্প্রতিক কিছু ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, কাদায় শুয়ে লুটোপুটি খাচ্ছেন শেহনাজ। কিন্তু কারণ কী? অভিনেত্রীর দাবি, এটাই নাকি তাঁর স্পা। (Shehnaaz Gill)
advertisement
2/11
সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে শেহনাজের এই ছবি।
advertisement
3/11
কোনও এক নির্মাণস্থলে গিয়ে সেখানে জমে থাকা কাদায় শুয়ে ক্যামেরায় পোজ শেহনাজের।
advertisement
4/11
কালো টি-শার্ট ও শর্টস পরেছেন শেহনাজ।
advertisement
5/11
ইনস্টাগ্রামে এই ছবিগুলি শেয়ার করে শেহনাজ লিখেছেন, 'স্পা টাইম'।
advertisement
6/11
কাদায় শুয়ে পোজ নায়িকার।
advertisement
7/11
শেষ একটি পাঞ্জাবি ছবিতে দেখা গিয়েছিল শেহনাজকে।
advertisement
8/11
শোনা গিয়েছে, খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন তিনি। সলমান খানের বিপরীতে।
advertisement
9/11
সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসির সঙ্গে আমেরিকা ট্যুরেও দেখা যাবে শেহনাজ গিলকে।
advertisement
10/11
প্রয়াত সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্ক ছিল শেহনাজের।
advertisement
11/11
বিগ বসে একসঙ্গে গিয়েছিলেন তাঁরা।