Shehnaaz gill : ফের খবরে শেহনাজ গিল! স্নিগ্ধ সাজ ও সারল্যে ফের মাতালেন নেটিজেনদের
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Shehnaaz Gill : এবার সাদা পোশাকে উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী তথা গায়িকা শেহনাজ গিল।
advertisement
1/10

খবরের শিরোনামে প্রায়ই উঠে আসে তাঁর নাম। কখনও তাঁর মিষ্টি রসিকতা, কখনও বা ফ্যাশন। এবার সাদা পোশাকে উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী তথা গায়িকা শেহনাজ গিল।
advertisement
2/10
সাদা টপের সঙ্গে সাদা স্কার্ট। সঙ্গে নামমাত্র সাজ। শেহনাজ আদতেই ন্যাচরাল বিউটি।
advertisement
3/10
রূপকথার রাজকন্যা বললে ভুল হবে না। অফ শোল্ডার ড্রেসে স্নিগ্ধ লুক শেহনাজের।
advertisement
4/10
সাদা ফ্রিল দেওয়া সাজে শেহনাজ। ডাব্বু রাত্নানির সঙ্গে বেশ কয়েকটি শ্যুট সেরেছেন তিনি।
advertisement
5/10
বোল্ড লুকে শেহনাজ। কালো মিনি ড্রেসে গ্ল্যামারাস লাগছে অভিনেত্রীকে।
advertisement
6/10
ফ্লোরাল করসেট ও স্কার্টে ঠিক যেন বার্বি ডল। এই ফোটোশ্যুট সাড়া ফেলে দেয়।
advertisement
7/10
বিগবস থেকে তিনি পরিচিতি পেয়েছেন। সেখানে শেহনাজ ও প্রয়াত অভিনেতা সিদ্ধার্থের জুটি পছন্দ ছিল দর্শকদের।
advertisement
8/10
বিগবসের ঘরে মনোরঞ্জন করার জন্য তিনি নজর কেড়েছিলেন। ডাব্বু রত্নানির সঙ্গে বেশ কয়েকটি ফোটোশ্যুট সেরেছেন তিনি।
advertisement
9/10
বিগবস শেষ হওয়ার পরেও সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন তিনি। দুজনে একসঙ্গে বেশ কিছু কাজ করেছিলেন।
advertisement
10/10
শেহনাজের মিষ্টি ও শিশুসুলভ আচরণ পছন্দ দর্শকদের। তাই তাঁর অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যায় না।