TRENDING:

Shefali Jariwala: শেফালি জরিওয়ালার মৃত্যুর ভুয়ো খবর...! ফোনের পর ফোন, মিডিয়ার প্রশ্ন, কী করেছিলেন অভিনেত্রী?

Last Updated:
এর আগে শেফালির মৃত্যুর খবর রটেছিল একবার। পারস ছাবড়ার পডকাস্টেই তা জানান শেফালি। 'কাঁটা লাগা' গানের সেই ভিডিওর একটি দৃশ্যে ছিল, শেফালির হাতের ট্যাটুতে লেখা ‘আই লভ ইউ’। এই সূচ থেকে নাকি ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। তার জেরেই নাকি তাঁর মৃত্যু হয়।
advertisement
1/8
শেফালি জরিওয়ালার মৃত্যুর ভুয়ো খবর...! ফোনের পর ফোন, মিডিয়ার প্রশ্ন, কী করেছিলেন অভিনেত্রী?
কাঁটালাগা গার্ল শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু গোটা দেশকে হতবাক ও স্তব্ধ করে দিয়েছে। ৪২ বছর বয়সী অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। শেফালিকে তাঁর মুম্বইয়ের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়।
advertisement
2/8
নাচের রিয়েলিটি শো ‘বুগি উগি’, ‘নাচ বালিয়ে ৫’ এবং ‘নাচ বালিয়ে ৭’-এ যোগ দিয়েছিলেন শেফালি। এর পাশাপাশি ‘বিগ বস ১৩’-এও অংশগ্রহণ করেছিলেন তিনি। সম্প্রতি একাধিক ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। ‘শয়তানি রাশমেন’ নামে একটি শোয়েও কাজ করেছেন।
advertisement
3/8
শেফালি জারিওয়ালার অকাল মৃত্যুতে ভাইরাল হয়েছে পারস ছাবড়ার একটি পুরনো ভিডিও, যেখানে তিনি কুণ্ডলী দেখে তাঁর “হঠাৎ মৃত্যুর” আশঙ্কা করেছিলেন।
advertisement
4/8
এর আগে শেফালির মৃত্যুর খবর রটেছিল একবার। পারস ছাবড়ার পডকাস্টেই তা জানান শেফালি। 'কাঁটা লাগা' গানের সেই ভিডিওর একটি দৃশ্যে ছিল, শেফালির হাতের ট্যাটুতে লেখা ‘আই লভ ইউ’। এই সূচ থেকে নাকি ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। তার জেরেই নাকি তাঁর মৃত্যু হয়।
advertisement
5/8
শেফালী বলেছিলেন, “সংবাদমাধ্যম থেকে ফোন আসছিল। সমাজমাধ্যম ছিল না। ল্যান্ড লাইনে ফোন করে সবাই জানতে চাইত, বেঁচে আছি কি না।”
advertisement
6/8
শেফালি জারিওয়ালার মৃত্যুর পর, মানুষ তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাইছে। তাঁর স্বামী পরাগ ত্যাগীর সর্বশেষ ভিডিও এবং ছবি দেখে ভক্তরা অনুমান করছেন যে দুজনের মধ্যে কতটা ভালবাসা ছিল। কিন্তু আপনি কি জানেন যে পরাগ ছিলেন শেফালি জারিওয়ালার দ্বিতীয় স্বামী? তাঁর প্রথম স্বামী ছিলেন একজন সুপরিচিত গায়ক।
advertisement
7/8
শেফালি জারিওয়ালার প্রথম স্বামী ছিলেন 'মিট ব্রাদার্স'-এর গায়ক হরমিত সিং। তাঁদের দুজনের বিয়ে হয়েছিল ২০০৪ সালে। বিয়ের কয়েক বছর সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু তারপর তাঁদের সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে। পরে বিষয়টি বিবাহবিচ্ছেদ পর্যন্ত গড়ায়।
advertisement
8/8
রাতারাতি খুব কম তারকাই নিজের জায়গা তৈরি করতে পেরেছেন। আর শেফালি তাঁদের মধ্যে অন্যতম। আহমেদাবাদেই প্রাথমিক শিক্ষা অভিনেত্রীর। পরে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মুম্বই পাড়ি দিয়েছিলেন তিনি। ‘কাঁটা লাগা’ গানের পর শেফালি অবশ্য বহু টিভি শো-এ অভিনয় করেছিলেন। (Photo Courtesy: Shefali Jariwala)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Shefali Jariwala: শেফালি জরিওয়ালার মৃত্যুর ভুয়ো খবর...! ফোনের পর ফোন, মিডিয়ার প্রশ্ন, কী করেছিলেন অভিনেত্রী?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল