TRENDING:

Bollywood Gossip: 'রাতে ফ্রি তো...?' বলিউড স্টার, সুপারস্টার, পরিচালকরা রোজ ডাকত! তাঁর বোল্ডনেস আজও শিহরণ জাগায়! কাস্টিং কাউচের বিরুদ্ধে সরব, নায়িকাকে চিনতে পারছেন?

Last Updated:
Bollywood Gossip: সমঝোতায় রাজি না হওয়ায় ছবির অফার কমে যায়। একসময় হট বিউটি হিসেবে ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দেওয়া এই অভিনেত্রীকে এখন সিনেমায় অফারের অপেক্ষায় থাকতে হচ্ছে।
advertisement
1/6
'রাতে ফ্রি তো...?' বলিউড স্টার, সুপারস্টার, পরিচালকরা রোজ ডাকত! তাঁর বোল্ডনেস শিহরণ জাগায়
*অনেক নায়িকাকে প্রকাশ্যে বলতে শোনা যায় কাস্টিং-কাউচের ভূত বহু বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে। অনেক কম বয়সী নায়িকা নানা সময়ে অন্ধকার রহস্য ফাঁস করেছেন, সেখানে বিগ শটসরা প্রস্তাব দিলে, তাদের ইচ্ছা পূরণ করেছেন অনেকে, আবার অনেকে সেই প্রস্তাবে সাড়া দেননি।
advertisement
2/6
*আমরা ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের বিরুদ্ধে অনেক আন্দোলন এবং মহিলাদের বিরুদ্ধে অত্যাচারও দেখেছি। সম্প্রতি একই ইস্যুতে চমকপ্রদ মন্তব্য করেছেন বলিউডের সুপার বোল্ড, সুন্দরী ও জনপ্রিয় নায়িকা। তিনি বলেন, কিছু নায়ক তাঁকে নানা কাজের জন্য বাধ্য করেছিল।
advertisement
3/6
*আজকাল অনেক নায়িকাই ডি-গ্ল্যামার রোল থেকে শুরু করে এক্সট্রিম গ্ল্যামারস রোল সব কাজই করতে দ্বিধা করেন না। এই জাতীয় নায়িকাদের কেউ কেউ প্রকাশ্যে বলেছেন তারা কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।
advertisement
4/6
*মল্লিকা আবেগপ্রবণ হয়ে প্রকাশ করেছিলেন, তিনি সমঝোতায় রাজি না হওয়ায় ছবির অফার কমে যায়। একসময় হট বিউটি হিসেবে ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দেওয়া এই অভিনেত্রীকে এখন সিনেমায় অফারের অপেক্ষায় থাকতে হচ্ছে। তিনি বলিউডের একজন তারকা নায়িকা এবং তার সাহসের তাঁকে কুর্নিশ জানিয়েছে অনেকে।
advertisement
5/6
*তিনি তারকা নায়িকাদের কঠিন প্রতিযোগিতা দিয়েছেন এবং অনেক শীর্ষ নায়কদের সঙ্গে অভিনয় করেছেন এবং হলিউডেও তিনি অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিগত সমস্যার কারণে মল্লিকা বরাবরই খবরে থেকেছেন। তিনি একসময় বেশ কয়েকজন তারকা নায়কের সঙ্গে ডেট করছিলেন এমন গুজবও সামনেও আসে। বর্তমানে, তিনি চলচ্চিত্র থেকে দূরে, তবে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ।
advertisement
6/6
*এক সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত বলেন, অনেক নায়ক আমাকে রাতে তাঁদের সঙ্গে দেখা করতে বলতেন। বারে বারে এরকম নানা ঝামেলা পোহাতে হয়েছে। আমি কেন যাব? আমি পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করেছি। কিন্তু কারও ব্যক্তিগত কাজের জন্য আমি কেন দেব? আমার হাতে যে চলচ্চিত্রের অফার ছিল তাও হারিয়ে গিয়েছে, কারণ আমি আপস করিনি। আমি সে ধরনের নই। এটা ভাবলে ভুল হবে আমাকে পর্দায় সাহসী দেখাচ্ছে মানেই আমি বাস্তব জীবনেও সেই কাজ করব"। মল্লিকার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: 'রাতে ফ্রি তো...?' বলিউড স্টার, সুপারস্টার, পরিচালকরা রোজ ডাকত! তাঁর বোল্ডনেস আজও শিহরণ জাগায়! কাস্টিং কাউচের বিরুদ্ধে সরব, নায়িকাকে চিনতে পারছেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল