Sayani Gupta: পরিচালক 'কাট' বলার পরেও চুম্বন করেই চলেছিলেন, সহ-অভিনেতার অশালীন ব্যবহার নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
সায়নী তাঁর সাক্ষাৎকারে ভারতীয় ছবি যে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ছুঁৎমার্গ কাটিয়ে উঠেছে, সেই বিষয়টার তারিফই করেছেন। কিন্তু তার পরেই নিজের এক অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি দাবি করেছেন যে এই বিষয়ে এক দিকে যেমন অভিনেতা, তেমনই অন্য দিকে ইন্ডাস্ট্রিরও আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। এই জায়গায় এসেই সায়নী তাঁর সঙ্গে ঘটে যাওয়া এক অভব্য আচরণের উল্লেখ করেছেন।
advertisement
1/6

একটি অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিং কতক্ষণ চলতে পারে? পরিচালক দাবি করতে পারেন যে যতক্ষণ না দৃশ্যটি তাঁর মনের মতো চিত্রায়িত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো বটেই! বিষয়টি ফলে অভিনেতাদের পক্ষে অস্বস্তিকর হয়ে উঠতেই পারে। এই যেমন ২০১৬ সালে এই প্রসঙ্গে ফিরে যাওয়া যায়। সেই সময়ে ক্যাটরিনা কাইফ দাবি করেছিলেন যে ফিতুর ছবির এক অন্তরঙ্গ দৃশ্য আদিত্য রায় কাপুরের সঙ্গে তাঁকে বার বার শ্যুট করতে বাধ্য করছিলেন পরিচালক অভিষেক কাপুর। এক সময়ে ধৈর্য হারিয়ে ক্যাটরিনা না বলে দেন, বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে তাঁর যথেষ্ট মনোমালিন্যও হয়। আর এবার বলিউডের আরেক অভিনেত্রী সায়নী গুপ্ত সরব হলেন এই অন্তরঙ্গ দৃশ্য শ্যুট করার বিষয় নিয়ে। Photo: Amazon Prime
advertisement
2/6
সায়নী তাঁর সাক্ষাৎকারে ভারতীয় ছবি যে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ছুঁৎমার্গ কাটিয়ে উঠেছে, সেই বিষয়টার তারিফই করেছেন। কিন্তু তার পরেই নিজের এক অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি দাবি করেছেন যে এই বিষয়ে এক দিকে যেমন অভিনেতা, তেমনই অন্য দিকে ইন্ডাস্ট্রিরও আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। এই জায়গায় এসেই সায়নী তাঁর সঙ্গে ঘটে যাওয়া এক অভব্য আচরণের উল্লেখ করেছেন।
advertisement
3/6
জানিয়েছেন যে ছবির জন্য তিনি সহ-অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করছিলেন। পরিচালক 'কাট' বলার পরেও ওই সহ-অভিনেতা চুম্বন করেই চলেছিলেন, এমন ভাবেই বিষয়টি ঘটেছিল যেন তিনি দৃশ্যটি নিখুঁত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সায়নী বলছেন, এসব খুব লঘু ভাবেই হয়, কিন্তু যাঁরা করেন, তাঁরা সচেতন ভাবেই করে থাকেন, সুযোগ নেন অপর পক্ষের।
advertisement
4/6
ওই সহ-অভিনেতার নাম সায়নী নেননি! তবে ফোর মোর শটস প্লিজ সিরিজে অভিনয়ের সূত্রে আরেক অস্বস্তিকর ঘটনার কথা তিনি বলেছেন। জানিয়েছেন সেখানে গোয়ার সৈকতে স্বল্পবাসে তাঁর এক পায়চারির দৃশ্যে অভিনয়ের কথা ছিল। তিনি আশা করেছিলেন একজন কেউ অন্তত একটা শাল নিয়ে তাঁর পাশে থাকবে, কিন্তু শ্যুটিং টিম বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখেনি।
advertisement
5/6
সায়নী বলছেন যে ওই দৃশ্যে ৮০০ অভিনেতা ছিলেন, যাঁদের ভিড় জমানোর জন্য ভাড়া করা হয়, এক্সট্রা বলা হয়ে থাকে। এরকম পরিস্থিতিতে অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু কেউই সেই বিষয়ে মনোযোগ দেন না বলে অভিযোগ করেছেন তিনি।
advertisement
6/6
২০১২ সালে ম্যারেজ ডট কম দিয়ে অভিনয়ের জগতে আসেন সায়নী। তার পর একে একে তাঁকে দেখা যায় ফ্যান (২০১৬), জলি এলএলবি (২০১৭), আর্টিকেল ১৫-এর (২০১৯) মতো ছবিতে। তবে, ফোর মোর শটস প্লিজ (২০১৯) তাঁকে জনপ্রিয় করে তোলে।