Satyajit Ray Death Anniversary: ঘি-চিনি দিয়ে মুড়ি, পাঁঠা! সত্যজিৎ রায়ের পছন্দের তালিকায় আর কোন খাবার ছিল জানেন!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Satyajit Ray Death Anniversary: পরিচালক যে বেশ ভোজনরসিক ছিলেন, তার প্রমাণ মেলে তাঁরই সৃষ্টি ‘গুপী গাইন বাঘা বাইন’-এ। হাতে তালি মেরেই রকমারি খাবার! এমন বরদান তো সত্যজিতেরই মস্তিষ্কপ্রসূত।
advertisement
1/5

২৩ এপ্রিল। এক কিংবদন্তি বাঙালির শেষ নিশ্বাস ত্যাগ। আর গোটা দুনিয়ার সিনেপ্রেমীদের যন্ত্রণার শুরু। সত্যজিৎ রায় এই দিনই প্রয়াত হন কলকাতা শহরে। ১৯৯২ সালে। প্রথম ভারতীয় পরিচালক যিনি অস্কার জিতেছিলেন।
advertisement
2/5
আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে জেনে নেওয়া যাক, তাঁর পছন্দের খাবার কী ছিল? কোন পদে মন ভরত সত্যজিৎ রায়ের? সে তথ্য ফাঁস করেছিলেন সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল।
advertisement
3/5
পরিচালক-লেখক-সঙ্গীতকারের অন্যতম পছন্দের খাবার ছিল লুচি আর অরহর ডাল। সঙ্গে মুচমুচে বেগুন ভাজা। মুরগির মাংসের তুলনায় সত্যজিৎ পছন্দ করতেন পাঁঠার মাংস।
advertisement
4/5
শুধু তা-ই নয়, কিংবদন্তি সত্যজিৎ ঘি এবং চিনি দিয়ে মাখা মুড়ি খেতেও নাকি বেশ ভালবাসতেন। তবে খাওয়াদাওয়ার ব্যাপারে বেশ সাবধানী ছিলেন পরিচালক।
advertisement
5/5
প্রতিদিন স্টুডিওয়ে নাকি একটি চিকেন স্যান্ডউইচ এবং দই সহযোগে আহার সারতেন। কিন্তু পরিচালক যে বেশ ভোজনরসিক ছিলেন, তার প্রমাণ মেলে তাঁরই সৃষ্টি ‘গুপী গাইন বাঘা বাইন’-এ। হাতে তালি মেরেই রকমারি খাবার! এমন বরদান তো সত্যজিতেরই মস্তিষ্কপ্রসূত।