TRENDING:

Sara Seemingly Talks About Breakup: '২০২০টা আমার জন্য ছিল সবথেকে খারাপ', কার্তিক আরিয়ানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন সারা

Last Updated:
Sara Seemingly Talks About Breakup: ২০২০ সালে 'লভ আজ কাল ২' ছবিতে কাজ করতে গিয়ে কার্তিক-সারার আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। কিন্তু কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
advertisement
1/9
'২০২০ আমার জন্য ছিল খুবই খারাপ', কার্তিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সারা
২০২০ সালে 'লভ আজ কাল ২' ছবিতে কাজ করতে গিয়ে কার্তিক-সারার আলাপ। আলাপ থেক বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। কিন্তু কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
advertisement
2/9
অবশেষে নিজের ‘ব্রেকআপ’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
advertisement
3/9
এক সাক্ষাৎকারে সারা জানান, ২০২০ সাল তাঁর জন্য এক অত্যন্ত খারাপ বছর। বছরের শুরুটা হয়েছিল সম্পর্কে ভাঙন দিয়েও। কার সঙ্গে ব্রেক আপ সেটা না বললেও সহজেই অনুমান করা যায়৷
advertisement
4/9
২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সারা। তার পর ‘সিম্বা’ মুক্তি পায় ওই একই বছরেই। ‘লভ আজ কাল’ বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হলেও এই ছবির মাধ্যমেই তিনি পেয়েছিলেন তাঁর মনের মানুষকে৷
advertisement
5/9
শুভমন গিলকে নিয়েও তাঁর সঙ্গে গুঞ্জন শোনা গিয়েছিল৷ পঞ্জাবি রিয়্যালিটি শো ‘দিল দিয়া গল্লা’র সিজন ২-এর অতিথি হিসাবে এসেছিলেন শুভমান। সেখানেই সঞ্চালক প্রশ্ন করেন, বলিপাড়ার সবচেয়ে ফিট অভিনেত্রী কে? শুভমনের উত্তর ছিল, “সারা আলি খান”
advertisement
6/9
তারপরই শুভমনকে সঞ্চালক প্রশ্ন করেন, তিনি কি নায়িকাকে ডেট করছেন? উত্তরে ধোঁয়াশা বজায় রেখে ক্রিকেটারের জবাব,''হয় তো হ্যাঁ বা না।''
advertisement
7/9
সারা আর শুভমনের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন শোনা গিয়েছিল গত বছর অগস্ট মাসে। তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল রেস্তরাঁয়।
advertisement
8/9
অন্যদিকে নিজেদের সম্পর্ক নিয়ে স্পষ্ট কিছু বলেননি কার্তিক৷ হৃতিকের খুড়তুতো বোনের সঙ্গে বেশ সময় কাটাতে দেখা যাচ্ছে কার্তিককে। আর তাতেই সন্দেহ গাঢ় হয়েছে। কিন্তু এখন কার্তিকের এক ঘনিষ্ঠ সূত্র মারফত অন্য খবর পাওয়া যাচ্ছে। সেই ব্যক্তির কথায়, ''এই ধরনের প্রেমের গুঞ্জনের কোনও সত্য নেই। কার্তিক একের পর এক ছবির সুযোগ পাচ্ছেন। আপাতত প্রেম করার কোনও সময় নেই তাঁর।
advertisement
9/9
অন্যদিকে খুব শীঘ্রই সারা আলি খানকে দেখা যাবে ‘অ্যায় ওয়াতন ওয়াতন’ ছবিতে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sara Seemingly Talks About Breakup: '২০২০টা আমার জন্য ছিল সবথেকে খারাপ', কার্তিক আরিয়ানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন সারা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল