Sara Ali Khan: গণপতির আরাধনায় সারা, ইন্দোরের গণেশ মন্দিরে দিলেন পুজো, রইল অন্দরের ছবি
Last Updated:
Sara Ali Khan: পরম শক্তির খোঁজে বার বার মন্দিরে ছুটে যান সারা আলি খান৷ মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও ভাইরাল হয়৷ এবার ইন্দোরের খজরানা গণেশ মন্দিরে গিয়ে পুজো দিলেন সারা৷
advertisement
1/5

বলিউডের প্রথম সারিতে নিজের জায়গা করে নিয়েছেন সইফ আলি কন্যা সারা আলি খান। ঘুরতে যেতে যেমন প্রচন্ড ভালবাসেন সারা, তেমনই সুযোগ পেলেই নানা মন্দিরেও দর্শন করতে যান সইফ কন্যা৷
advertisement
2/5
ঈশ্বরে প্রতি তার বিশ্বাসের কথা এতদিন সমস্ত ভক্তরাই জেনে গেছে৷ পরম শক্তির খোঁজে বার বার মন্দিরে ছুটে যান সারা আলি খান৷ মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও ভাইরাল হয়৷ এবার ইন্দোরের খজরানা গণেশ মন্দিরে গিয়ে পুজো দিলেন সারা৷
advertisement
3/5
তবে এই প্রথমবার নয়, এর আগেও ইন্দোরের এই গণেশ মন্দিরে মা অমৃতা সিংয়ের সঙ্গে পুজো দিতে এসেছিলেন সারা আলি খান৷ ছবি মুক্তির আগেও সারাকে বিভিন্ন মন্দিরে পুজো দিতে দেখা যায়৷
advertisement
4/5
ইন্দোরের প্রখ্যাত খজরানা গণেশ মন্দিরে সারাকে পুজো দিতে দেখা গেছে৷ সাদা রঙের সালোয়ার কামিজ, কপালে টিকা পরে নজর কেড়েছেন অভিনেত্রী৷ ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়ে সকলের সঙ্গে ছবিও তুলেছেন সারা৷
advertisement
5/5
কেরিয়ারের শুরু থেকেই বলিউডের টপমোস্টদের সঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে দিয়েছেন সারা। বেশ কিছু ছবিও রয়েছে সারার হাতে৷ উল্লেখ্য, কানন আইয়ারের 'অ্যায় ওয়াতান মেরে ওয়াতান' ছবিতে দেখা যাবে সারা আলি খানকে।