Sara Ali Khan: একটুর জন্য রক্ষা...! পুড়ে গেল সারা আলি খানের 'পেট', মারাত্মক দুর্ঘটনা নবাব পরিবারে! কেমন আছেন সইফ কন্যা?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Sara Ali Khan: আচমকা ঘটে গেল মারাত্মক অঘটন৷ পুড়ে গেল সারা আলি খানের পেট৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোড়া অংশের ছবি শেয়ার করলেন সারা আলি খান৷
advertisement
1/5

বর্তমানে 'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে তিনি এখন 'হট সেনসেশন'। একের পর এক ছবি দিয়ে রাতারাতি নেটদুনিয়ার হট সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি সারা আলি খান।
advertisement
2/5
বলিউডে পা রেখেই একাধিক সুপারহিট তারকার সঙ্গে পর্দা শেয়ার করেছেন সইফ আলি খানের মেয়ে সারা আলি খান৷ এই মুহূর্তেও দুটি আপকামিং ছবিতে দেখা যাবে সারাকে৷ মার্চ মাসের ২১ তারিখ মুক্তি পেতে চলেছে 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' ছবিটি৷
advertisement
3/5
আপকামিং ছবির প্রচার নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী৷ আর এর মধ্যেই ঘটে গেল মারাত্মক অঘটন৷ আচমকা পুড়ে গেল সারা আলি খানের পেট৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোড়া অংশের ছবি শেয়ার করলেন সারা আলি খান৷
advertisement
4/5
মেক আপ রুম থেকে ভিডিও শেয়ার করেছেন সারা আলি খান৷ যেখানে তাঁর পেটের পোড়া অংশ দেখা যাচ্ছে৷ একটুর জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বলি অভিনেত্রী৷
advertisement
5/5
দুর্ঘটনার পর পাপারাৎজিদের সামনে আসতেই সকলেই তাঁর পেটের দাগ দেখে প্রশ্ন করেন কী হয়েছে অভিনেত্রীর? অভিনেত্রী হেসে বলেন,আমি তো কাল পুড়ে গিয়েছিলাম৷ তারপর হাসিমুখে পোজ দেন নায়িকা৷ আপাতত সুস্থ রয়েছেন নায়িকা৷