Darshana Banik: বিয়ের পিঁড়িতে বসবেন দর্শনা, দূর থেকেই আইবুড়োভাতের খাবার পাঠাল প্রিয় সন্টু... পরিচয় জানলে চমকে যাবেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Darshana Banik: মেনুতে ছিল পোলাও, মটন, রুই মাছের কালিয়া, দই, রাবড়ি
advertisement
1/6

চলতি মাসের ১৫ তারিখ বিয়ের পিঁড়িতে বসবেন মডেল-অভিনেত্রী দর্শনা বণিক। পাত্র, টলিউডেরই অভিনেতা সৌরভ দাস। টলিউডে তিনি মন্টু পাইলট বলেই পরিচিত৷ জনপ্রিয় এই ওয়েব সিরিজটি বেশ হিট করেছিল৷
advertisement
2/6
‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। আর তারপর প্রেম।
advertisement
3/6
সন্টু চারপেয়ে৷ তবে তার আচরণ মানুষের মতোই৷ সে টিভি দেখে, খেলা দেখে, বৃষ্টিতে ভেজে৷ বাংলাদেশের সন্টু ভারতে এলেই তাকে ঘিরে ভিড় জমে যায়৷ সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ- সবাই ভিড় করে তাকে দেখতে৷ সন্টুকে খুবই ভালবাসেন সৌরভ-দর্শনা৷
advertisement
4/6
এর আগে বন্ধুবান্ধব আইবুড়ো ভাত খাওয়ান দর্শনাকে। নায়িকার মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট নিজে হাতে এই রান্নাবান্না সেরেছেন। তারপর দর্শনাকে সারপ্রাইজ আইবুড়ো ভাত খাইয়েছেন।
advertisement
5/6
মেনুতে ছিল পোলাও, মটন, রুই মাছের কালিয়া, দই, রাবড়ি
advertisement
6/6
১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে আসর বসবে। তারই জোর প্রস্তুতি চলছে দুই পরিবারে।