Sandipta Sen Wedding: সিঁদুরে মাখা মুখ! সন্দীপ্তার পায়ে এ কী! নেটিজেনদের চক্ষু চড়কগাছ, ভাইরাল ছবি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Sandipta Sen Wedding: সন্দীপ্তা এ দিন বেনারসির সঙ্গে পায়ে পরেছিলেন সাদা স্নিকার্স। শুধু পরেছিলেন বললেই শেষ নয়, সেই জুতো দেখিয়ে ক্যামেরার সামনে একাধিকবার পোজও দিয়েছেন।
advertisement
1/10

*ফুসিয়া বা দুধে আলতা রঙা বেনারসির সঙ্গে মানানসই ওড়না। তার সঙ্গে ভারী সোনার গয়না। নজর কাড়া মাথা পাট্টি, কপালে হালকা চন্দনের সাজ। ন্যুড মেকআপ, এই ছিল অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়ের সাজ। বিয়েতে অন্যান্য নববধূরা যেভাবে সাজেন, এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু তাল কাটল নায়িকার পায়ের দিকে চোখ পড়তেই।
advertisement
2/10
*সন্দীপ্তা এ দিন বেনারসির সঙ্গে পায়ে পরেছিলেন সাদা স্নিকার্স। শুধু পরেছিলেন বললেই শেষ নয়, সেই জুতো দেখিয়ে ক্যামেরার সামনে একাধিকবার পোজও দিয়েছেন। নেটিজেনরা তাঁর এই পোশাকের সঙ্গে এই জুতো দেখে অবাক! তবে কী কারণে তিনি এই জুতো পরার সিদ্ধান্ত নিয়েছিলেন তা অবশ্য জানা যায়নি।
advertisement
3/10
*নায়িকার অনুরাগীরা সকলেই জানেন সন্দীপ্তা বেড়াতে যেতে ভালবাসেন। কিছুদিন বাদে বাদেই দেশ-বিদেশের বিভিন্ন ডেস্টিনেশনে তাঁকে ছুটি কাটাতে দেখা যায়। ফলে জীবনসঙ্গী হওয়ার পাশাপাশি সৌম্য মুখোপাধ্যায় তাঁর ট্রাভেল পার্টনার হলেন এটাতে বোঝাতে এই জুতোর ব্যবহার নাকি ঘ্যানঘ্যানে বৃষ্টি থেকে পা বাঁচাতে, তা সময় বলবে।
advertisement
4/10
*বৃহস্পতিবার দিনভরের নাছোড় বৃষ্টিকে উপেক্ষা করে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বৈদিক মতে সম্পন্ন হয়েছে বিয়ে। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
5/10
*বৃহস্পতিবার সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল সন্দীপ্তা-সোম্যর বিয়ের আসর। দুধে আলতা রঙা বেনারসিতে সেজে উঠেছিলেন সন্দীপ্তা। বরের সাজেও ছিল অভিনবত্বের ছোঁয়া। হালকা গোলাপি শেরওয়ানি এবং সাদা ধুতি পরেছেন সৌম্য। মাথায় টোপর, গলায় বরমালা। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
6/10
*মহিলা পুরোহিতদের তত্ত্বাবধানে বৈদিক মতে হয়েছে বিয়ে। পৌরোহিত্য করেছেন অধ্যাপক নন্দিনী ভৌমিক এবং তাঁর দল। সন্দীপ্তা-সৌম্যর বিয়েতে সাক্ষী ছিলেন তাঁদের পরিবার, কাছের বন্ধুরা এবং বিনোদন জগতের তারকারা। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
7/10
*এ দিন বৃষ্টির জন্য বিয়ের প্ল্যানিং শেষ মুহূর্তে বদলাতে হয় নায়িকাকে। খোলা আকাশের নীচে নয়, দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন ভেন্যুর অন্দরেই আয়োজন হয়েছিল বিয়ের রাজকীয় অনুষ্ঠানের। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
8/10
*পুরোপুরি বাঙালি খাবারেই পরিপূর্ণ সন্দীপ্তার বিয়ের মেনু৷ স্টার্টারে ছিল মালাই কাবাব, মোচার চপ, পেপার ফিশ। মেন কোর্সে কড়াইশুঁটির কচুরি, সঙ্গে আলুর দম ও ছোলার ডাল৷ তারপরেই ছিল সাদা ভাত, বাসন্তী পোলাও, ফিশ ফ্রাই, মাটন কষা, চিকেন রেজালা ও চিংড়ি মাছের মালাইকারি৷
advertisement
9/10
*মিষ্টি ছাড়া বাঙালির সবটাই অসম্পূর্ণ৷ আর তাইতো জিভে জল আনা খাবারই শুধু নয়, শেষপাতেও ছিল বিরাট চমক৷ সন্দীপ্তার বিয়ের ডেজার্টে ছিল চাটনি, পাপড়, বেকড রসগোল্লা, মাখা সন্দেশ৷ একদম শেষে আইসক্রিমে পুরোপুরি জমজমাট বিয়ের ভোজ৷
advertisement
10/10
*বিয়ে এবং রিসেপশন হয়েছে একইদিনে। ফলে এ দিনের সন্ধে ছিল তারকাখচিত। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, সৌরভ বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, রাজদীপ গুপ্ত, অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, অনিন্দিতা বসু, উষশী রায়, সোহিনী সরকার-সহ আরও অনেকে।