TRENDING:

Sandipta-Soumya Pre Wedding Shoot: আদুরে-ব়োম্যান্সে ঠাসা সন্দীপ্তার প্রি-ওয়েডিং, ছবি দেখলে চোখের পলক পড়বে না! কী বললেন সৌম্যকে?

Last Updated:
Sandipta-Soumya Pre Wedding Shoot: প্রি-ওয়েডিং শ্যুটে আদুরে-ব়োম্যান্সে মত্ত সন্দীপ্তা ও সৌম্য৷ সৌম্যর কাঁধে হাত রেখে হাসিতে ফেটে পড়ছেন নায়িকা৷ যা দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷
advertisement
1/6
আদুরে-ব়োম্যান্সে ঠাসা সন্দীপ্তার প্রি-ওয়েডিং, ছবি দেখলে চোখের পলক পড়বে না!
টলিপাড়ায় বিয়ের সানাই৷ আর মাত্র কয়েকদিন৷ ডিসেম্বরের ৭ তারিখেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন৷ দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন নায়িকা৷
advertisement
2/6
বিয়ের একমাস আগে থেকেই কব্জি ডুবিয়ে আইবুড়োভাত খাওয়া শুরু করে দিয়েছেন নায়িকা৷ কেনাকাটা থেকে বিয়ের আয়োজন সবটাই নিজের হাতে করছেন অভিনেত্রী?তবে একদিকে কাজের চাপ, অন্যদিকে বিয়ের চাপ, সব মিলিয়ে বেশ চাপেই রয়েছেন অভিনেত্রী৷ আগামী ডিসেম্বর মাসের ৭ তারিখে সাতপাকে ঘুরতে চলেছেন সন্দীপ্তা ও সৌম্য৷
advertisement
3/6
বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতিও জোরকদমে শুরু হয়েছে৷ সম্প্রতি প্রি-ওয়েডিং ফোটোশ্যুটের ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী৷ যা দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷
advertisement
4/6
মেরুন রঙের শাড়ি, স্লিভলেস ব্লাউজ, গলায় জড়োয়া হার, কানের দুল, হাতের আংটি পরে হবু বরের সঙ্গে একাধিক ছবিতে পোজ দিয়েছেন অভিনেত্রী৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
5/6
প্রি-ওয়েডিং শ্যুটে আদুরে-ব়োম্যান্সে মত্ত সন্দীপ্তা ও সৌম্য৷ সৌম্যর কাঁধে হাত রেখে হাসিতে ফেটে পড়ছেন নায়িকা৷ আদর মাখানো ছবি শেয়ার করতেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷
advertisement
6/6
ডিসেম্বরের শুরুতেই প্রি-ওয়েডিং শ্যুটের ছবি পোস্ট করে সন্দীপ্তা ক্যাপশনে লেখেন- জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি, তবে কখনও ভাবিনি এই ৭ ডিসেম্বর এর জন্য এরকম ভাবে অপেক্ষা করব, সৌম্য মুখার্জি রেডি তো? অভিনেত্রীর পোস্ট দেখেই বোঝা যাচ্ছে, বিয়ের জন্য ঠিক কতটা এক্সসাইটেড নায়িকা? তেমনই অভিনেত্রীর বিয়ের জন্য অপেক্ষা করে রয়েছেন সন্দীপ্তার সমস্ত ভক্তরা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sandipta-Soumya Pre Wedding Shoot: আদুরে-ব়োম্যান্সে ঠাসা সন্দীপ্তার প্রি-ওয়েডিং, ছবি দেখলে চোখের পলক পড়বে না! কী বললেন সৌম্যকে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল