Sandipta Sen Wedding: রূপকথার মতো বিয়ে! বিশেষ মুহূর্তের অদেখা সব ছবি দিলেন 'জাস্ট ম্যারিড' সন্দীপ্তা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Sandipta Sen Wedding: অপেক্ষার অবসান। বিয়ের ছবি পোস্ট করলেন নববধূ সন্দীপ্তা সেন। বিশেষ দিনের মুহূর্তগুলি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
advertisement
1/5

অপেক্ষার অবসান। বিয়ের ছবি পোস্ট করলেন নববধূ সন্দীপ্তা সেন। বিশেষ দিনের মুহূর্তগুলি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
advertisement
2/5
বৃহস্পতিবার পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল বিয়ের আসর। বৈদিক মতে প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সারেন সন্দীপ্তা। সেই ছবি দিয়ে লিখেছেন, 'জাস্ট ম্যারিড'।
advertisement
3/5
গোলাপি রঙের বেনারসিতে সেজে উঠেছিলেন নববধূ। সঙ্গে মানানসই গয়না। কপালে চন্দন, মুখে উজ্জ্বল হাসি। সন্দীপ্তার থেকে যেন চোখ ফেরানো দায়।
advertisement
4/5
পিছিয়ে ছিলেন না সৌম্যও। হালকা গোলাপি শেরওয়ানিতে তাক লাগিয়েছেন ওটিটি প্ল্যটফর্মের চিফ অপারেটিং অফিসার।
advertisement
5/5
গত বছর সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন সন্দীপ্তা এবং সৌম্য। বিয়ের পর এ বার তাঁদের নতুন সংসার সাজানোর পালা।