Samantha: 'কোনও টাকাই ধার নিইনি', ২৫ কোটির গুজব রটতেই মুখ খুলে সাফ জানালেন সামান্থা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Samantha: সামান্থা নাকি নিজের ট্রিটমেন্টের জন্য এক তেলেগু সুপারস্টারের থেকে ২৫ কোটি টাকা ধার করেছেন৷ এই খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন নায়িকা৷
advertisement
1/5

বিরল রোগ বাসা বেঁধেছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর শরীরে৷ জটিল রোগ মায়োসাইটিসে আক্রান্ত হয়েছেন নায়িকা৷ যার কারণেই আপাতত এই মুহূর্তে কাজ থেকে বিরতি নিয়েছেন সামান্থা৷
advertisement
2/5
অসুস্থতার মধ্যেও সামান্থাকে নিয়ে চর্চা থামছে না৷ দিনকয়েক আগেই অভিযোগ উঠেছিল, সামান্থা নাকি নিজের ট্রিটমেন্টের জন্য এক তেলেগু সুপারস্টারের থেকে ২৫ কোটি টাকা ধার করেছেন৷ এই খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন নায়িকা৷
advertisement
3/5
সামান্থা নিজের ইনস্টা স্টোরিতে জানান,মায়োসাইটিসের চিকিৎসার জন্য ২৫ কোটি টাকা! আপনাকে কেউ ঠকিয়েছে৷ আমার তো এর চেয়ে অনেক কম খরচ হয়েছে৷ আমার মনে হয় না অভিনয় করে এতদিনে আমি এটুকু উপার্জন করতে পারিনি৷ আমি নিজেই সেটুকু দায়িত্ব নিতে পারি৷
advertisement
4/5
সামান্থা সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মায়োসাইটিসে বহু মানুষ আক্রান্ত হন ৷ তাই দয়া করে এই ধরনের ভুয়ো খবর রটাবেন না৷ দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর শারীরিক অসুস্থতা নিতে রীতিমতো চিন্তিত ভক্তরা৷
advertisement
5/5
চলতি বছরের শুরুতেই সামাস্থা প্রকাশ করেছিলেন যে তিনি অসুস্থতার সাথে লড়াই করছেন৷ অনেকদিন ধরেই পেশির ব্যথায় ভুগছেন সামান্থা৷ কোনওভাবেই এই রোগ থেকে স্বস্তি পাচ্ছেন না অভিনেত্রী৷ আপাতত কাজ থেকে বিরতি নিয়ে চিকিৎসা করছেন দক্ষিণী সুন্দরী৷