TRENDING:

অভিনেত্রী না হলে কী হতেন ক্যাটরিনা? সলমন একবার বলেছিলেন, ‘বিয়ে করতেন, বাচ্চা-কাচ্ছা হত’

Last Updated:
সেটা ২০১৯ সালের ঘটনা। ‘ভারত’ ছবির প্রোমোশন চলছে। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সলমন খান। বিপরীতে ক্যাটরিনা কাইফ। প্রোমোশন অনুষ্ঠানে সঞ্চালিকা সলমনকে জিজ্ঞেস করেন, অভিনেত্রী না হলে ক্যাটরিনা কী করতেন?
advertisement
1/8
অভিনেত্রী না হলে কী হতেন ক্যাটরিনা? সলমন একবার বলেছিলেন, ‘বিয়ে করতেন, বাচ্চা-কাচ্ছা হত’
সেটা ২০১৯ সালের ঘটনা। ‘ভারত’ ছবির প্রোমোশন চলছে। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সলমন খান। বিপরীতে ক্যাটরিনা কাইফ। প্রোমোশন অনুষ্ঠানে সঞ্চালিকা সলমনকে জিজ্ঞেস করেন, অভিনেত্রী না হলে ক্যাটরিনা কী করতেন?
advertisement
2/8
ভাইজানের উত্তরে চমকে গিয়েছিলেন সবাই। সলমন সটান বলে দিয়েছিলেন, “কী আবার, বিয়ে করতেন। বাচ্চা-কাচ্ছা হত।“ মজার ছলেই বলেছিলেন কথাটা। কিন্তু ক্যাটরিনার গায়ে লেগেছিল। পাশ থেকে বলে উঠেছিলেন, কেরিয়ারের কথা জিজ্ঞেস করছেন, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সব।
advertisement
3/8
ক্যাটরিনার কথায়, “আমি যদি অভিনয় জগতে না আসতাম, তাহলে কী করতাম? সেটাই জিজ্ঞেস করছেন, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার এই রকম আর কী!” কিন্তু ভাইজান তো ভাইজানই। একবার বলে দিয়েছেন যখন, তখন সেটাই ঠিক। সলমন হাসিমুখেই বলেন, “বিয়েই করতেন। বিয়ে আর সন্তান, দুটোই পরিশ্রমের ব্যাপার।’’
advertisement
4/8
শুধু ক্যাটরিনা নন, শাহরুখ ও আমিরের ব্যাপারেও জিজ্ঞেস করা হয়েছিল সলমনকে। শাহরুখ পরিশ্রমী। সলমন তাঁকে শ্রদ্ধাও করেন। তাঁর জবাব থেকেও সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল। সলমন বলেছিলেন, শাহরুখের যা ক্ষমতা তাতে যে কোনও প্রফেশনেই সফল হতে পারতেন।
advertisement
5/8
তবে আমিরকে নিয়ে দ্বিধায় ছিলেন সলমন। দু’জনে ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। বন্ধুত্বও অনেক পুরনো। কিন্তু আমির সম্পর্কে অতটা ধারণা নেই তাঁর। সলমন বলে দেন, আমির কী করতেন বলা সম্ভব নয়। অত আইডিয়া নেই।
advertisement
6/8
ক্যাটরিনা এখন ভিকি কৌশলের ঘরণী। তবে একটা সময় সলমনের সঙ্গে তাঁর প্রেম নিয়ে গুজব ছড়িয়েছিল বলিউডে। নিত্যনতুন হেডলাইনও হত। যদিও সলমন এবং ক্যাটরিনা কেউই এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কোনওদিন।
advertisement
7/8
দু’জনের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে আজও চর্চা হয় আজও। ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’, ‘পার্টনার’-এর মতো হিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন। টাইগার ফ্র্যাঞ্চাইজি (‘এক থা টাইগার’, টাইগার জিন্দা হ্যায়’) তো আছেই। অফস্ক্রিন আজও সলমন এবং ক্যাটরিনা ভাল বন্ধু। পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক রয়েছে। এমনটাই শোনা যায়।
advertisement
8/8
ক্যাটরিনা এখন চুটিয়ে সংসার করছেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল গত বছর ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। চলতি বছরে এখনও পর্যন্ত নতুন কোনও ছবির ঘোষণা হয়নি। তবে শোনা যাচ্ছে, খুব শিগগিরই পর্দায় ফিরতে চলেছেন ক্যাটরিনা। অন্য দিকে, ইদে মুক্তি পেতে চলেছে সলমনের ‘সিকান্দার’। এই ছবি নিয়েই এখন উত্তেজনা তুঙ্গে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
অভিনেত্রী না হলে কী হতেন ক্যাটরিনা? সলমন একবার বলেছিলেন, ‘বিয়ে করতেন, বাচ্চা-কাচ্ছা হত’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল