Salman Khan: সলমান খানের বড় বিপদ! হত্যার বিরাট ষড়যন্ত্র, ৫ কোটির রফা-বার্তা! ভয়ে ভাইজান ভক্তরা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Salman Khan: টাকা না দিলে সলমান খানের অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও 'খারাপ' হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
advertisement
1/8

সলমান খানকে ফের প্রাণে মারার হুমকি। হুমকি বার্তায় বলা হয়েছে, 'পরিস্থিতি বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে'।
advertisement
2/8
একটি গ্যাংস্টার গোষ্ঠীর ঘনিষ্ঠ এক ব্যক্তি বলে দাবি করে অভিনেতার কাছ থেকে ৫ কোটি টাকা চেয়ে হুমকি বার্তা পাঠানো হয়েছে।
advertisement
3/8
শত্রুতা শেষ করতে চাইলে অভিনেতাকে ৫ কোটি টাকা দিতে হবে। টাকা না দিলে সলমান খানের অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও 'খারাপ' হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
advertisement
4/8
সূত্র জানিয়েছে যে, মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি বার্তা আসে। সেখানে গ্যাংস্টারের নাম উল্লেখ করে তার সঙ্গে সলমানের দীর্ঘদিনের শত্রুতা 'শেষ' করতে অভিনেতার কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করা হয়েছে।
advertisement
5/8
যে ব্যক্তি এই বার্তা পাঠিয়েছেন তিনি নিজেকে এক কুখ্যাত গ্যাংস্টারের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন।
advertisement
6/8
পাশাপাশি, হুমকি বার্তায় অভিনেতাকে সতর্ক করে বলা হয়েছে যদি টাকা না দেওয়া হয় তবে সলমান খানের অবস্থা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।
advertisement
7/8
ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে আসা ওই বার্তায় দাবি করা হয়েছে, "এই বার্তাকে কোনও ভাবেই হালকা চালে নেবেন না, সলমান খান যদি বেঁচে থাকতে চান এবং (গ্যাংস্টারের) সঙ্গে তার 'শত্রুতা' অবসান করতে চান, তাহলে তাঁকে ৫ কোটি টাকা দিতে হবে।"
advertisement
8/8
টাকা না দিলে সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে। মুম্বই পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্ত শুরু করেছে।