Saif-Kareena Affair: করিনা নন, এই নামী নায়িকার থেকে প্রেমের সঠিক টিপস পেয়েছিলেন সইফ! শিখেছিলেন ঘর পাতার আসল অর্থ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
কাজ ছাড়াও অনেক কথা একে অপরের সঙ্গে শেয়ার করেন দু’জনে৷ বিয়ের আগে সইফকে খুব গুরুত্বপূর্ণ উপদেশও দেন সেই নায়িকা, যা সইফের জীবন বদলে দেয়৷
advertisement
1/6

বলিউডের স্টার কাপল হিসেবে প্রথমেই আসবে সইফ-করিনার নাম৷ তবে ক্যামেরার সামনে, হাতে গোনা কয়েকটি ছবি বাদে, তাঁদের খুব বেশি দেখা যায়নি৷ অন্যদিকে সইফ-রানি জুটির অনেক সফল ছবি রয়েছে বলিউডে৷ তাঁদের ছবি ‘হাম তুম’, ‘তারা রাম পাম’, ‘বান্টি অর বাবলি’, ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’-এ একসঙ্গে কাজ করেছেন। দর্শকদের খুবই পছন্দের জুটি সইফ-রানি। তবে বাস্তবেও রানি-সইফ খুবই ভাল বন্ধু৷ কাজ ছাড়াও অনেক কথা একে অপরের সঙ্গে শেয়ার করেন দু’জনে৷ বিয়ের আগে সইফকে খুব গুরুত্বপূর্ণ উপদেশও দেন রানি, যা সইফের জীবন বদলে দেয়৷
advertisement
2/6
একটি সাক্ষাৎকারে রানির এই কথা জানান সইফ নিজে৷ কারিনা কাপুরের সঙ্গে তাঁর বিয়ে এবং প্রেম পর্বটির সম্পর্ক নিয়ে সইফ আলি খানকে জিজ্ঞাসা করা হয়েছিল। এ বিষয়ে খুব মজার তথ্য দেন সইফ, যা সকলকে অবাক করে দেয়৷ সাইফ বলেন যে, রানিই নাকি সইফকে কারিনাকে ডেট করার পরামর্শ দিয়েছিলেন!
advertisement
3/6
সইফ বলেছেন, 'রানি সত্যিই খুব আশ্চর্যকর। আমি রানির সঙ্গে বিশেষ বন্ধুত্ব উপভোগ করি। আমাদের বন্ধুত্বের খাতিরে, শুটিংয়ের সময় তিনি আমাকে একটি বিশেষ পরামর্শ দিয়েছিলেন। কারিনার সঙ্গে সইফয়ের বেড়াতে যাওয়া নিয়ে খুবই আনন্দ প্রকাশ করেন সইফ৷
advertisement
4/6
রানির পরামর্শ বুঝতে পেরেছিলেন সইফ৷ রানি তাঁকে এটাই বোঝাতে চেয়েছিলেন যে দুই স্টার ঘরে যেন স্টারের মতো মনোভাব বজায় রাখেন৷ মানে একজন যখন বাইরে কাজ করবেন, অন্যজন সংসার সামলাবেন৷ ফলে এতে সংসার মন দিয়ে করেন এবং একই সঙ্গে নিজেদের স্টার অবতারও অক্ষুন্ন রাখেন৷
advertisement
5/6
রানির সেই পরামর্শ আজও মনে রেখেছেন সইফ এবং রানিকে খুবই সম্মান করেন তিনি৷ বলিউডে সইফ-করিনা দু’জনেই একভাবে কাজ করছেন এবং দুই সন্তানকে নিয়ে গুছিয়ে সংসারও করছেন৷
advertisement
6/6
জীবনে অনেক হটকারী সিদ্ধান্ত নিয়েছিলেন সইফ৷ খুব কম বয়সে তিনি অমৃতা সিং-কে বিয়ে করেন৷ এবং পরবর্তীতে সেই বিয়ে টেকেনি৷ এছাড়া কেরিয়ারের শুরুতে খুব বেশি কাজের বিষয়ও মন ছিল না তাঁর৷ ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছেন৷ ইন্ডাস্ট্রিতে নিজের কাজের জায়গা পাকা করেছেন৷ এবং অবশ্যই করিনার সঙ্গে বিয়ে করে ব্যক্তিগত জীবনে থিতু হয়েছেন৷