Saba Azad Confirms Her Romance With Hrithik Roshan: গুঞ্জন ওড়ালেন সাবা আজাদ! স্বীকার করলেন হৃত্বিকই তাঁর প্রেমিক
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Saba Azad Confirms Her Romance With Hrithik Roshan: জল্পনা অবশ্য আগেই ফাঁস হয়েছে হৃতিকের ফ্যামিলি-লাঞ্চের ছবিতে৷
advertisement
1/5

জল্পনা যে সত্যি তা এবার নিজেই খোলসা করলেন সাবা। হৃত্বিককে আমার ভালবাসা সম্বোধনই তার সবচেয়ে বড় প্রমাণ। শোনা যায় হৃত্বিক (Hrithik Roshan) ও সাবার দেখা হয় এক কমন বন্ধুর মাধ্যমে। সেই বন্ধুও গান বাজনার সঙ্গে যুক্ত। তার পর থেকেই হৃতিক ও সাবার আলাপ। তারপর বন্ধুত্ব গড়ায় প্রেমে।
advertisement
2/5
হৃতিক রোশন ও সাবা আজাদ- এই মুহূর্তের সবচেয়ে চর্চিত জুটি এঁরা। জানা যাচ্ছে টুইটারে তাঁদের প্রথম কথা। হৃতিক একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে সাবা ছিলেন। আর তার পরেই সাবার দিক থেকে উত্তর আসে। এর পরেই ইনবক্সে কথা শুরু হয় দুজনের।
advertisement
3/5
সাবা এখন রোশন পরিবারের অংশ! জল্পনা অবশ্য আগেই ফাঁস হয়েছে হৃতিকের ফ্যামিলি-লাঞ্চের ছবিতে৷
advertisement
4/5
সাবার বয়স ৩২। ২০০৮ সালে 'দিল কবাড্ডি' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ হয় তাঁর। এর পরে ২০১১ সালে অভিনেতা সাকিব সালিমের বিপরীতে 'মুঝসে ফ্র্যান্ডশিপ করোগে'তে দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
5/5
সাবা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আসন্ন কাজ 'মিনিমাম' নিয়ে একটি পোস্ট দেন৷ সেখানেই শুভেচছা জানিয়েছেন হৃত্বিক৷ অভিনেত্রীকে প্রথম শুভেচ্ছা পাঠান তিনিই। তার উত্তরেই হৃত্বিককে মিষ্টি প্রেমের সম্বোধন করেছেন তিনি৷