TRENDING:

RRR : আসন্ন ছবিতে রয়েছে নেতাজি-র প্রসঙ্গ! তার আগে শহরে এলেন বাহুবলী-র পরিচালক রাজামৌলি

Last Updated:
RRR : কয়েকদিন আগেই নিজের ছবির প্রচার সেরে গেলেন আলিয়া ভাট।
advertisement
1/6
আসন্ন ছবিতে রয়েছে নেতাজি-র প্রসঙ্গ! তার আগে শহরে এলেন বাহুবলী-র পরিচালক রাজামৌলি
করোনা ও লকডাউনের জেরে বন্ধ ছিল ছবি মুক্তির প্রচার। বিভিন্ন শহরে গিয়ে নিজেদের ছবির প্রচার করতেন তারকারা। এ প্রায় অতীত হয়ে গিয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার নতুন করে সিটি ট্যুর শুরু করেছেন ছবির পরিচালক-অভিনেতারা। কয়েকদিন আগেই নিজের ছবির প্রচার সেরে গেলেন আলিয়া ভাট।
advertisement
2/6
মঙ্গলবার হাওড়া ব্রিজের সামনে দেখা মিললো বাহুবলী খ্যাত পরিচালক এসএস রাজামৌলি (SS Rajamouli) । কলকাতা সফরে তাঁর সঙ্গী এনটিআর ও রাম চরণ। তাঁদের আগামী ছবি 'আরআরআর'-এর (RRR) প্রচার করতে তিলোত্তমায় হাজির এই দক্ষিণী সুপারস্টার। এই ছবিতে রয়েছেন আলিয়া ভাট ও একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণকে।
advertisement
3/6
মঙ্গলবার ভোর থেকেই ছোট লাল ঘাট চত্ত্বরে অন্য গন্ধ। ইউনিটের লোক, পুলিশের তদারকি, খানিক বেশি। কেউ একটা আসবেন তা নিশ্চিত। অবশেষে দেখা মিললো দুই দক্ষিণী মেগা স্টার ও একজন তারকা পরিচালকের। তবে এঁদের কারও মধ্যে তারকা সুলভ আচরণ নেই তেমন। পরিচালক রাজামৌলি (SS Rajamouli) পরেছেন নিজের ছবির নাম লেখা শার্ট। দুই নায়কের চোখেই রোদ চশমা। কাঠ ফাটা রোদে,হাসি মুখে ভক্তদের সঙ্গে নিজস্বী তুলতে ব্যস্ত তাঁরা।
advertisement
4/6
পরিচালক জানালেন, তাঁর এই ছবিতে নেতাজির একটি যোগ রয়েছে। তাই আরও বিশেষ করে, ছবির প্রচারে এই শহরে আসা। ছবির প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না টিম রাজামৌলি। তাই তো চার দিনে, ছ'টি শহরে পাড়ি দিচ্ছেন তাঁরা।
advertisement
5/6
শুরু করেছিলেন বরোদা দিয়ে। সেখান থেকে দিল্লির পিভিআর। তারপর জয়পুরের হাওয়ামহল, অমৃতসরের স্বর্ণমন্দির। এই দীর্ঘ যাত্রা মঙ্গলবার এসে থামল হাওড়া ব্রিজের তলায়। এখানেই যাত্রা শেষ নয়, সন্ধেবেলা তাঁরা পৌঁছে যাবেন কাশী।
advertisement
6/6
কাশীতে গিয়ে সন্ধ্যা আরতি দেখবেন, কথা বলবেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে। প্রচারের ধরন যেমন অভিনব, মুক্তির পর লাভের অঙ্ক তেমন চোখ ধাঁধানো হয় কিনা, তা সময়ই বলবে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
RRR : আসন্ন ছবিতে রয়েছে নেতাজি-র প্রসঙ্গ! তার আগে শহরে এলেন বাহুবলী-র পরিচালক রাজামৌলি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল