TRENDING:

RRR at Oscars 2023: টাকা দিয়ে অস্কারে প্রবেশ রাজামৌলীর! ‘আরআরআর’-এর জন্য কত খরচ? অঙ্ক শুনলে চমকে যাবেন

Last Updated:
RRR at Oscars 2023: ভারতীয় সময় অনুযায়ী, ১৩ মার্চ তারিখে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে অস্কার। কিরাবাণী এবং চন্দ্রবোস ছাড়া ‘আরআরআর’ টিমকে টিকিট কাটতে হয়েছে।
advertisement
1/6
টাকা দিয়ে অস্কারে প্রবেশ রাজামৌলীর! RRR-এর জন্য কত খরচ? অঙ্ক শুনলে চমকে যাবেন
ভারতের জন্য ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস যেন গর্বের ফোয়ারা। মোট তিনটি ছবি মনোনীত হয়েছিল এবারের অস্কারে। সেখান থেকে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে। অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত। দ্বিতীয়, ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেল। সারা বিশ্বের মতো গোটা দেশেও হইহই শুরু হয়েছে। জোড়া অস্কার নিয়ে মাতামাতি চলছে চারদিকে।
advertisement
2/6
এমনই সময় নতুন রিপোর্টে চমকে গিয়েছে গোটা দেশ। জানা গিয়েছে, ‘আরআরআর’ ছবির সুরকার এমএম কিরাবাণী এবং গীতিকার চন্দ্রবোসেরই একমাত্র অস্কারের অনুষ্ঠানের ফ্রি পাস ছিল। কারণ তাঁরা মনোনীত ছিলেন।
advertisement
3/6
পরে অস্কার হাতে নিয়েছেন কেবল এই দু’জনই। ছবির বাকি কলাকুশলীরা কেবল উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ‘নাটু নাটু’ গানের জন্য ছবির ঝুলিতে অস্কার। আর তাই গানের সুরকার এবং গীতিকার ছাড়া বাকিদের ফ্রি পাস দেওয়া হয়নি।
advertisement
4/6
ভারতীয় সময় অনুযায়ী, ১৩ মার্চ তারিখে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে অস্কার। কিরাবাণী এবং চন্দ্রবোস ছাড়া ‘আরআরআর’ টিম থেকে উপস্থিত ছিলেন পরিচালক এসএস রাজামৌলী, তাঁর স্ত্রী রামা এবং ছেলে কার্তিকেয়া, অভিনেতা রামচরণ এবং তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা, অভিনেতা জুনিয়র এনটিআর-সহ আরও অনেকে। প্রত্যেককেই অস্কারে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয়েছে। সেই এক একটি টিকিটের মূল্য আকাশছোঁয়া!
advertisement
5/6
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অস্কারের এক একটি টিকিট মূল্য ২৫ হাজার ডলার। ভারতীয় হিসেবে, ২০.৬ লক্ষ টাকা। রাজামৌলীকে ফ্রি পাস দেওয়া হয়নি জেনে ক্ষুব্ধ ভক্তরা। এর আগেও একটি ঘটনায় রেগে গিয়েছিলেন পরিচালকের ভক্তরা।
advertisement
6/6
বিভিন্ন ভিডিও, ছবি প্রকাশ পেয়েছিল অনুষ্ঠানের পর। সেখানে নেটিজেনদের চোখে পড়েছে রাজামৌলী এবং তাঁর টিমকে বসতে দেওয়া হয়েছে ‘এক্সিট’-এর পাশে। অর্থাৎ একেবারে শেষের দিকে, পিছনে। সেই বিতর্কের রেশ না কাটতেই নতুন বিক্ষোভ তৈরি হল ভক্তদের মধ্যে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
RRR at Oscars 2023: টাকা দিয়ে অস্কারে প্রবেশ রাজামৌলীর! ‘আরআরআর’-এর জন্য কত খরচ? অঙ্ক শুনলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল