TRENDING:

বিয়ের পরেই শাখা-সিঁদুর উধাও! হানিমুনে রোশনির খোলামেলা ছবিতে কটাক্ষ, জবাব নায়িকার

Last Updated:
ছেলের আনুষ্ঠানিক বিয়ে দেখার আগেই প্রয়াত হন তূর্য্যর বাবা। আর শ্বশুরের মৃত্যুর পরেই রোশনির বিয়ে পিছিয়ে যায় এক বছর। সেই শুভদিন আসে চলতি মাসে। আপাতত তূর্য্য-রোশনির হানিমুনের ছবিতে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।
advertisement
1/9
বিয়ের পরেই শাখা-সিঁদুর উধাও! হানিমুনে রোশনির খোলামেলা ছবিতে কটাক্ষ, জবাব নায়িকার
গত ৮ ডিসেম্বর বিয়ে সেরে স্বামী তূর্য্য সেনের সঙ্গে ফুকেত পাড়ি দিয়েছেন টেলি অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। হানিমুন বলে কথা। থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে দেখা যাচ্ছে নবদম্পতিকে।
advertisement
2/9
'বিয়ে ২.০' বলে কথা। একই পাত্রের সঙ্গে গত বছর, ১৩ অক্টোবর 'বিয়ে ১.০' সেরে ফেলেছেন 'গোধূলি আলাপ'-এর রোহিনী। কিন্তু তা ছিল খাতায় কলমে। ২০২১ সালের ১৩ ডিসেম্বর আনুষ্ঠানিক বিয়ে করবেন বলে স্থির করেছিলেন তাঁরা।
advertisement
3/9
কিন্তু ছেলের আনুষ্ঠানিক বিয়ে দেখার আগেই প্রয়াত হন তূর্য্যর বাবা। আর শ্বশুরের মৃত্যুর পরেই রোশনির বিয়ে পিছিয়ে যায় এক বছর। সেই শুভদিন আসে চলতি মাসে। আপাতত তূর্য্য-রোশনির হানিমুনের ছবিতে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।
advertisement
4/9
আর সেখানেই কটাক্ষ, সমালোচনার মুখে পড়তে হচ্ছে রোশনিকে। থাইল্যান্ডে হানিমুন, তাই নিজের পছন্দ মতো খোলামেলা পোশাকে সেজে উঠছেন তিনি। কখনও বিকিনি টপ আর শর্টস, কখনও ওয়ান পিস ড্রেসে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
advertisement
5/9
প্রথম দিন শাঁখাপলা পরেই রওনা দিয়েছিলেন তাঁরা। ধীরে ধীরে নিজের সাজ বদলে নিয়েছেন রোশনি। নিজের পছন্দ, আনন্দকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। কিন্তু তাতে অনেকেরই চক্ষুশূল হয়ে উঠতে হচ্ছে যে!
advertisement
6/9
রোশনির ছবির মন্তব্য বাক্সে এক নেটিজেন মন্তব্য করেন, ''বিয়ে করার সঙ্গে সঙ্গেই শাঁখা পলা সিঁদুর উধাও। মৌনী রায় বলিউডে থেকেও শাঁখা সিঁদুর পরেছিল কত দিন!''
advertisement
7/9
স্বাধীনতা প্রশ্নের মুখে পড়তেই রোশনি সেই কটাক্ষ, সমালোচনার উত্তর দিলেন। অট্টহাসির বেশ কয়েকটি ইমোটিকন দিয়ে তিনি বোঝালেন, এই সমালোচনাগুলিকে তিনি হেসে উড়িয়ে দিতেই পছন্দ করেন।
advertisement
8/9
ফুকেতে গিয়েও আর পাঁচটা বাঙালির মতো বাজার ঘুরে আসতে ভোলেননি রোশনি। আর বিদেশি সেই বাজারের ছবি দিয়ে তিনি লিখলেন, 'বাজারে তো যেতেই হত। কিছু বাঙালি অভ্যাস।'
advertisement
9/9
এছাড়া মাঝে মধ্যেই খাবারের ছবি দিয়ে ভক্তদের প্রাণ মন আনচান করে তুলছেন রোশনি। বারবিকিউ থেকে শুরু করে বিভিন্ন সরবত, সবরকমের সুস্বাদু খাবারের ছবিতে ভরে উঠেছে রোশনির প্রোফাইল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
বিয়ের পরেই শাখা-সিঁদুর উধাও! হানিমুনে রোশনির খোলামেলা ছবিতে কটাক্ষ, জবাব নায়িকার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল