অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তীর বয়ফ্রেন্ড রোশন সিং, যা বললেন তিনি
Last Updated:
advertisement
1/5

♦ গলায় মালা। কপালে রসকলি। দু’জনে হাসি মুখে তাকিয়ে রয়েছেন সোজা ক্যমেরার দিকে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিংয়ের ঠিক এমন একটি ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা হলে সত্যিই কি বিয়েটা সেরে ফেললেন নায়িকা? এমন প্রশ্ন উঠেছিল সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
2/5
♦ এমনকী বিভিন্ন সংবাদমাধ্যমেও বলে দেওয়া হয়েছিল এটিই নাকি শ্রাবন্তী এবং রোশনের বিয়ের ছবি ৷ তবে, অধিকাংশ ক্ষেত্রেই ছবিটি নিয়ে ধোঁয়াশা যে রয়েছে সেই প্রশ্নটা তোলা হয়েছিল ৷ কোথাও বলা হয়েছিল এই ছবিটি হয়তো বিয়ের আগের দিনের ছবি ৷ সব মিলিয়ে এই ছবি নিয়ে জল্পনা চরমে ৷
advertisement
3/5
♦ বিয়ের খবর, ছবি ভাইরাল হওয়া নিয়ে চারদিকে কাটাছেঁড়া চলছে ৷ তবে কোনও বিষয়ে মুখ খোলেননি শ্রাবন্তী ও রোশন ৷
advertisement
4/5
♦ তবে এ বার নীরবতা ভাঙালেন শ্রাবন্তীর বয়ফ্রেন্ড রোশন সিং ৷ গতকাল এ বিষয়ে মুখ খোলেন তিনি ৷ নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই ছবিটি পোস্ট করে নিজের বক্তব্যও পেশ করেন তিনি ৷
advertisement
5/5
♦ ফেসবুকে ছবিটি পোস্ট করে তিনি লেখেন-‘‘একটাই বিষয় আমি আমার সব বন্ধু শুভানুধ্যায়ীদের বলতে চাই যে, আমি নিশ্চিতভাবে একটা টি-শার্ট পরে বিয়ে করব না ৷ সেই কারণে বলব কোনও উপসংহারে যাওয়ার আগে যাচাই করে নিন ৷’’ ছবি: ফেসবুক ৷