TRENDING:

RJ Praveen: এবার ছাদনাতলায় বিখ্যাত রেডিও জকি! বিয়ের ছবি দিয়ে চমকে দিলেন প্রবীণ, দেখুন পাত্রীকে

Last Updated:
শীতের মরশুম পড়তেই একের পর এক বিয়ে বাংলাজুড়ে। চারদিকে বিয়ের সানাই। সাধারণ মানুষের সঙ্গে পাল্লা দিয়ে বিয়ের মণ্ডপে তারকারাও। টলি পাড়ায় একে পর এক বিয়ে। তার মধ্যেই প্রকাশ্যে রেডিও জকি প্রবীণের বিয়ের ছবি।
advertisement
1/6
এবার ছাদনাতলায় বিখ্যাত রেডিও জকি! বিয়ের ছবি দিয়ে চমকে দিলেন প্রবীণ
শীতের মরশুম পড়তেই একের পর এক বিয়ে বাংলাজুড়ে। চারদিকে বিয়ের সানাই। সাধারণ মানুষের সঙ্গে পাল্লা দিয়ে বিয়ের মণ্ডপে তারকারাও। টলি পাড়ায় একে পর এক বিয়ে। তার মধ্যেই প্রকাশ্যে রেডিও জকি প্রবীণের বিয়ের ছবি।
advertisement
2/6
বহুদিন ধরে তিনি একটি বেসরকারি রেডিও সংস্থার সঙ্গে যুক্ত। রেডিওতে তিনি সঞ্চালনার কাজ করেন। সঞ্চালনা, নানা মজার ভিডিওর মধ্যে দিয়ে তিনি সকলের মনজয় করে নিয়েছেন।
advertisement
3/6
তাঁর কর্মজীবন নানা ভাবে চর্চিত হলেও, ব্যক্তিগত জীবন তিনি খুব বেশি সামনে আনেন না। তবে বিয়ের ছবি তিনি নিজেই স্যোশাল মিডিয়ায় ভাগ করে নেন।
advertisement
4/6
প্যাস্টেল রঙের পোশাকে চোখের পড়ার মতো রংমিলান্তি। ঝলমলে হালকা গোলাপি লহেঙ্গায় সেজে ছিলেন তাঁর স্ত্রী, সঙ্গে মানানসই শেরওয়ানিতে উজ্জ্বল হয়ে উঠেছিলেন প্রবীণ।
advertisement
5/6
তাঁদের বিয়ের ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে, তিনি স্বভাবসিদ্ধ রসিকতায় ক্যাপশনে শ্রদ্ধা কাপুর ও শাহিদ কাপুর অভিনীত ছবির গান লাইন লেখেন। প্রবীণ লেখেন, ' ক্যায়া সে ক্যায়া হো গায়া দেখতে দেখতে'। সেই পোস্টে তাঁর বহু অনুরাগী কমেন্ট করেন। একজন লেখেন 'অবশেষে, ভুল করেই ফেললেন' আর একজন লেখেন 'দুজনকে খুব সুন্দর মানিয়েছে, শুভকামনা রইল।"
advertisement
6/6
পাশাপাশি মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরত জাহান-সহ বহু টলি তারকা নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
RJ Praveen: এবার ছাদনাতলায় বিখ্যাত রেডিও জকি! বিয়ের ছবি দিয়ে চমকে দিলেন প্রবীণ, দেখুন পাত্রীকে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল